বিদায় নিতে চলেছে ২০২৩ সাল। প্রতিবারের মতো এবারও আনন্দময় পরিবেশে পুরোনো বছরকে বিদায় জানাতে ও নতুন বছরকে স্বাগত জানাতে মুখিয়ে আছেন অনেক মানুষ।
বিশ্বজুড়ে বছরের শেষের মাস ডিসেম্বর মানেই যেন উৎসবের সময়। বছরের শেষ রাতটা সবাই মিলে উদযাপন করাটা এ উৎসবের মাত্রাকে আরও বাড়িয়ে তোলে। এই উপলক্ষে বিভিন্ন পাঁচ তারকা হোটেলে নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে।
অনেক হোটেল ও প্রতিষ্ঠানের উদ্যোগেও থাকবে বিশেষ আয়োজন। কেউ কেউ আবার পরিবারের সদস্য ও বন্ধুদের নিয়ে নিজেদের বাড়িতেই মিলনমেলার আয়োজন করতে পছন্দ করেন। সব মিলিয়ে পরিবারের সদস্য বা বন্ধুদের নিয়ে ঘুরে বেড়ানোর জন্য এটি হতে পারে একটি চমৎকার সুযোগ।
সামনেই যেহেতু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, নিরাপত্তার স্বার্থে বছরের শেষ রাতে স্বাভাবিকভাবেই থাকবে নানা ধরনের বিধিনিষেধ। তাই রাজধানীর বাসিন্দারা যাতায়াতে কিছুটা সমস্যায় পড়তে পারেন। বিশেষ করে গণপরিবহন চলাচলে কিছুটা কড়াকড়ি এই পরিস্থিতিকে কিছুটা হলেও যাতাযাতে অসুবিধা তৈরি করে। এ ধরনের পরিস্থিতি এড়াতে আপনি বেছে নিতে পারেন উবারের মতো রাইডশেয়ারিং সার্ভিসগুলো।
উবারের পক্ষ থেকে বলা হয়েছে, সুবিধাজনক উপায়ে ও অপেক্ষাকৃত সাশ্রয়ী মূল্যে যাতায়াতের জন্য এই সার্ভিসগুলো দারুণ। পরিবারের সদস্য বা বন্ধুদের নিয়ে আরামদায়কভাবে চলাচলের জন্য আছে এক্স, এক্সএল বা প্রিমিয়ার সার্ভিস।
অপেক্ষাকৃত স্বল্প খরচে দুই বা তিনজন মিলে যাতায়াতের জন্য বেছে নিতে পারেন সিএনজিচালিত অটোরিকশার সার্ভিস। যদি পরপর একাধিক জায়গায় ঘুরে বেড়াতে চান, তাহলে রেন্টালস সার্ভিস হতে পারে আপনার জন্য যথার্থ। এ সার্ভিসে রাইডশেয়ারিং সার্ভিসের গাড়ি নিজের ব্যক্তিগত গাড়ির মতোই ১০ ঘণ্টার জন্য আপনার সঙ্গে থাকবে।
অনুষ্ঠান শেষ করে বাড়ি ফিরতে রাত হলে নিজের নিরাপত্তা নিয়েও অনেকে চিন্তিত হতে পারেন। এ ক্ষেত্রেও রাইডশেয়ারিং সার্ভিসগুলো উত্তম বিকল্প হতে পারে। কারণ এ সার্ভিসগুলো নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে।
সার্বক্ষণিক জিপিএস ট্র্যাকিং, লাইভ লোকেশন শেয়ারিং, চালকের নাম, ছবি, রেটিং ইত্যাদি জানানো, সেইফটি টুলকিট, হটলাইন, ইন্স্যুরেন্স পলিসিসহ নানা ধরনের নিরাপত্তার ফিচার এখানে রয়েছে। তাই পাঁচ তারকা হোটেল হোক অথবা বন্ধুর বাড়িতে সবাই মিলে আড্ডাই হোক, রাইডশেয়ারিং সার্ভিসের সঙ্গে ৩১ ডিসেম্বরের রাতে ঘুরে বেড়াতে পারেন নিশ্চিন্তে।