আইফোন চার্জে থাকার সময় তা সঙ্গে না নিয়ে ঘুমাতে ব্যবহারকারীদের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান অ্যাপল।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ফোন কাছাকাছি রেখে ঘুমালে সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকির বিষয়ে এরই মধ্যে অনেক গবেষণা হয়েছে। বিষয়টি সামনে এনে ব্যবহারকারীদের সতর্ক করেছে অ্যাপল।
আইফোনের নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল সম্প্রতি ব্যবহারকারীদের এ সতর্কবার্তা দেয়।
যারা স্মার্টফোন সঙ্গে নিয়ে ঘুমান, বিশেষ করে যারা তাদের স্মার্টফোন চার্জে লাগিয়ে সঙ্গে নিয়ে ঘুমান, তাদের জন্য এ সতর্কবার্তা দেয় প্রতিষ্ঠানটি।
এই সতর্কবার্তা অ্যাপলের অনলাইন ব্যবহারিক গাইডেও যুক্ত করা হয়েছে।
অ্যাপলের পক্ষ থেকে বলা হয়, বায়ু চলাচল ভালোভাবে করতে পারে, এমন জায়গায় রাখা উচিত আইফোনকে। এ ফোনকে টেবিলের মতো শক্ত ও সমতল পৃষ্ঠে রেখে চার্জ দেয়া উচিত।
কম্বল, বালিশ বা শরীরের মতো নরম পৃষ্ঠে রেখে ফোন চার্জ করা ঠিক না বলে জানানো হয় নির্দেশিকায়।
আইফোনের নির্দেশিকাতে উল্লেখ আছে, চার্জ হওয়ার সময় তাপ উৎপন্ন করে আইফোন। তাপ নির্গমন যথাযথভাবে না হলে এটি পুড়ে যাওয়ার শঙ্কা থাকে। তাই কম্বল, বালিশ বা শরীরের কাছাকাছি ফোন রেখে ঘুমানো অনিরাপদ।
আইফোন ব্যবহারকারীদের জন্য প্রাথমিক বার্তাটি ছিল, ‘পাওয়ার অ্যাডাপটার বা ওয়্যারলেস চার্জারে যুক্ত থাকা অবস্থায় কোনো ডিভাইস সঙ্গে নিয়ে ঘুমাবেন না।’
এতে বলা হয়, বিদ্যুৎ সংস্পর্শে থাকা অবস্থায় ফোনকে কম্বল, বালিশ বা শরীরের নিচে রাখা যাবে না।