বাংলাদেশি প্রকৌশলী ব্যাংকার ওসমান ফয়েজ প্রযুক্তি ক্ষেত্রে নেতৃত্বের জন্য ওয়ার্ল্ড সিআইও (প্রধান তথ্য কর্মকর্তা) সামিটে ‘কিংবদন্তি’ পুরস্কারে ভূষিত হয়েছেন।
তিনি এটিডিএম নামে একটি বিশ্বব্যাপী ডিজিটাল ব্যাংকের গ্লোবাল সিআইও হিসাবে তার বিশেষ ভূমিকার জন্য এ পুরষ্কার পেয়েছেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্লোবাল সিআইও ফোরাম সম্প্রতি সিঙ্গাপুরের শাংগ্রি-লা রাসা সেন্টোসায় জ্ঞান বিনিময় এবং প্রযুক্তিগত প্রতিভাকে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনে গ্লোবাল সিআইও ফোরামের প্রধান নির্বাহী রনক সামন্তরায় তার বক্তব্যে অর্থপূর্ণ সংযোগ, নেটওয়ার্কিং এবং সহযোগিতার পরিবেশ সহজতর করতে শীর্ষ সম্মেলনের তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন এবং প্রযুক্তিখাতের দক্ষ ও উল্লেখযোগ্য অবদানকে পুরষ্কারের মাধ্যমে স্বীকৃতি দেন।
প্রযুক্তি ক্ষেত্রে কৃতিত্বের বিষয়ে ওসমান ফয়েজ বলেন, ‘কিংবদন্তি পুরস্কারটি আমার জন্য ব্যতিক্রমী কারণ সিআইওদের আন্তর্জাতিক ফোরামে একটি বড় সম্মান। এ পুরষ্কার তারাই পায় যারা নিজ নিজ ডোমেনে ব্যতিক্রমী নেতৃত্ব প্রদর্শন করেছে।’
তিনি আরও বলেন, ‘এ পুরষ্কার প্রযুক্তি শিল্পের যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত কেননা এটি এ খাতের নেতাদের এবং সিআইওদের উৎসাহিত করে।’
ওসমান ফয়েজ এএমটিডি গ্রুপের প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।
তিনি শিক্ষা জীবনে ঢাকার উদয়ন স্কুল থেকে মাধ্যমিক ও নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন এবং ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছেন।
বৈশ্বিক দায়িত্ব নেয়ার আগে কর্ম জীবনে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি), ঢাকার সিআইও (প্রধান তথ্য কর্মকর্তা), সিআইও, এসসিবি সিঙ্গাপুরসহ অনেক প্রতিষ্ঠানে প্রযুক্তি খাত উন্নয়নে বিশেষ অবদান রাখেন।