বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

উৎক্ষেপণের পর স্পেসএক্স-এর স্টারশিপ বিস্ফোরিত

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২০ এপ্রিল, ২০২৩ ২১:৫৬

যুক্তরাষ্ট্রের দক্ষিণ টেক্সাসের বোকা চিকায় স্পেসএক্স-এর লঞ্চ প্যাড থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে সফলভাবেই আলাদা হয়ে যাত্রা করে মনুষ্যহীন রকেটটি। কিন্তু এর বুস্টার যখন উপরের অংশ থেকে বিচ্ছিন্ন হওয়ার কথা তখনই ঘটে বিস্ফোরণ ঘটে।

মহাকাশযান স্পেসএক্স-এর স্টারশিপ উৎক্ষেপণের পরপরই মাঝ আকাশে বিস্ফোরিত হয়েছে। বুস্টার উপরের অংশ থেকে বিচ্ছিন্ন হওয়ার সময়টাতে এই বিস্ফোরণ ঘটেছে।

বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের দক্ষিণ টেক্সাসের বোকা চিকায় স্পেসএক্স-এর লঞ্চ প্যাড থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে সফলভাবেই আলাদা হয়ে যাত্রা করে মনুষ্যহীন রকেটটি। কিন্তু এর বুস্টার যখন উপরের অংশ থেকে বিচ্ছিন্ন হওয়ার কথা তখনই ঘটে বিস্ফোরণ ঘটে।

স্পেসএক্স-এর প্রকৌশলীরা এ ঘটনাকে ব্যর্থতা বলে মনে করছেন না। তারা এটিকে ‘র‌্যাপিড আনশিডিউলড ডিসঅ্যাসেম্বলি’ হিসেবে উল্লেখ করেছেন।

বিশাল আকারের রকেটটি যখন মাঝ আকাশে বিস্ফোরিত হয় তখনও স্পেসএক্স-এর সদর দপ্তরে এই রকেট উৎক্ষেপণ উপলক্ষে উদযাপন চলছিল। রকেটটি যে মাটি থেকে ঠিকঠাক উৎক্ষেপণ করা গেছে, সেটি ডে লঞ্চ প্যাডেই বিস্ফোরিত হয়নি, সেটিকেই তারা বড় সাফল্য বলে মনে করছে।

স্পেসএক্স বলেছে, তাদের কর্মীরা এবারের উৎক্ষেপণের তথ্য বিশ্লেষণ করে পরবর্তী উৎক্ষেপণের জন্য প্রস্তুতি নেবে।

আর স্পেসএক্স-এর মালিক ইলন মাস্ক টুইট করে অভিনন্দন জানিয়েছেন তার কর্মীদের। বলেছেন, এবারের অভিজ্ঞতা থেকে তারা আগামী উৎক্ষেপণের জন্য অনেক কিছু শিখেছেন। আর পরবর্তী উৎক্ষেপণ চেষ্টা হবে কয়েক মাসের মধ্যেই।

ইলন মাস্ক অবশ্য নিউ ইয়র্ক টাইমসের কাছে আগেই বলেছিলেন, তিনি এই উৎক্ষেপণ-চেষ্টা থেকে বেশি কিছু আশা করছেন না। তিনি বলেছিলেন, ‘উৎক্ষেপণকালে যদি লঞ্চপ্যাডটি ধ্বংস হয়ে না যায় তাহলেই আমি একে সফল বলে ধরে নেব।’

ব্যক্তিমালিকানাধীন কোম্পানি স্পেসএক্স চাইছে এমন একটি রকেট তৈরি করতে, যা বার বার ব্যবহার করা যাবে। তাদের স্টারশিপ-এর উচ্চতা ৩৯৪ ফুট, যা স্ট্যাচু অফ লিবার্টির চেয়েও ৯০ ফুট বেশি উঁচু।

এই মহাকাশযানে ৩৩টি শক্তিশালী র‌্যাপ্টর ইঞ্জিন রয়েছে। ২০২৫ সালের মধ্যে নাসার তিন নভোচারীকে এই রকেটে করেই চাঁদে পাঠানোর কথা রয়েছে।

এ বিভাগের আরো খবর