অফিসের ভাড়া পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো আদালতে স্থানীয় সময় বৃহস্পতিবার মামলাটি করা হয়।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো অফিসের ভাড়াবাবদ ১ লাখ ৩৬ হাজার ২৫০ ডলার পরিশোধে ব্যর্থ হয়েছে টুইটার। এ নিয়ে অফিস ভবনের মালিকানা প্রতিষ্ঠান কলম্বিয়া রেইট জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমটির বিরুদ্ধে মামলা ঠুকেছে।
এর আগে ভাড়া পরিশোধের জন্য গত ১৬ ডিসেম্বর টুইটারকে পাঁচদিনের সময় বেঁধে দিয়ে একটি নোটিশ দিয়েছিল কলম্বিয়া রেইট।
গত ১৩ ডিসেম্বর নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, প্রধান কার্যালয়সহ বিশ্বের অন্যান্য অফিসের ভাড়া পরিশোধ করছে না টুইটার।
এ নিয়ে টুইটারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
৪৪ বিলিয়ন ডলারে ২৭ অক্টোবর টুইটার কেনেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক। খরচ কমাতে এরইমধ্যে তিনি প্রতিষ্ঠানটির সিইওসহ ৬০ শতাংশ কর্মীকে বরখাস্ত করেছেন।