চিকিৎসকদের হাতের লেখা নিয়ে অভিযোগের শেষ নেই। প্রেসক্রিপশনের লেখা পাঠোদ্ধার করতে গিয়ে রোগীরা তো হিমশিম খানই, ফার্মেসির বিক্রেতাও অনেক সময় বুঝতে পারেন না কী লেখা সেখানে।
দীর্ঘদিন ধরে চলে আসা এই সমস্যা সমাধানে কাজ শুরু করেছে প্রযুক্তি কোম্পানি গুগল। চিকিৎসকদের দুর্বোধ্য লেখা স্বাভাবিক ফন্টে দেখাবে তারা।
ভারতে আয়োজিত নিজেদের বার্ষিক সম্মেলনে এই প্রযুক্তি জায়ান্ট ঘোষণা দেয়, ডাক্তারদের হাতের লেখা বুঝতে তারা ফার্মাসিস্টদের সঙ্গে কাজ করছে।
প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
গুগল জানিয়েছে, গুগল লেন্স ফিচারের মাধ্যমে প্রেসক্রিপশনের দুর্বোধ্য লেখা স্বাভাবিক ফন্টে দেখানো হবে। প্রথমে গুগল লেন্স দিয়ে প্রেসক্রিপশনের ছবি তুলতে হবে। মুহূর্তেই সেটা প্রসেস হয়ে ওষুধের নামগুলো মোবাইল ফোন অথবা কম্পিউটারের ডিসপ্লেতে চলে আসবে।
কিভাবে কাজটি করা হবে, তার একটা নমুনাও দেখিয়েছে গুগল।
কত দিনের মধ্যে ফিচারটি সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে, তা জানায়নি এই প্রযুক্তি জায়ান্ট।