ফুটবল বিশ্বকাপের ফাইনালের দিন এ যাবৎকালের সর্বোচ্চ ট্রাফিক পেয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। সোমবার এক টুইট বার্তায় গুগলের মূল সংস্থা অ্যালফাবেটের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই এ তথ্য জানিয়েছেন।
কাতার বিশ্বকাপের ফাইনালে রোববার ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে ৩৬ বছরের শিরোপা খরা ঘুচিয়েছে আর্জেন্টিনা। শ্বাসরুদ্ধকর এ ম্যাচে টাইব্রেকের আগে উভয় দলই তিনটি করে গোল পায়।
ফাইনাল নিয়ে এক টুইটে পিচাই বলেন, ‘#FIFAWorldCup-এর ফাইনালের দিন রেকর্ড ট্রাফিক পেয়েছে গুগল, যা ২৫ বছরের মধ্যে সর্বোচ্চ । মনে হচ্ছে, পুরো বিশ্ব একটি বিষয়ই খুঁজেছে।’ এর আগে আরেকটি টুইট বার্তায় পিচাই বলেন, ‘ভালো খেলেছে আর্জেন্টিনা ও ফ্রান্স। #messi-এর চেয়ে আর কেউ এই কাপ পাওয়ার যোগ্য নয়।’
কোনও ম্যাচ হলেই গুগলে স্কোর সার্চ করা যায়। ব্যবহারকারীদের জন্য এবারের ফিফা বিশ্বকাপ উপলক্ষে ‘মিনি গেম’ চালু করেছিল গুগল। ১৯৯৮ সালে সার্গেই ব্রিন এবং ল্যারি পেজ চালু করেছিলেন গুগল সার্চ। বর্তমানে ইন্টারনেট সার্চের ৯০ শতাংশ দখল করে রেখেছে এটি।