বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পৃথিবীতে এলিয়েন আসার প্রমাণ পায়নি পেন্টাগন

  •    
  • ১৭ ডিসেম্বর, ২০২২ ১২:৪৭

২০০৪ থেকে ২০২১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা ১৪০ বারের বেশি আকাশে ইউএফও দেখার দাবি করেছেন। এর মধ্যে ৮০টি বিভিন্ন সেন্সরে ধরা পড়ে।

‘আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট’ (ইউএফও) নিয়ে মানুষের জল্পনার শেষ নেই। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারাও দাবি করেছেন, অনেকবার পৃথিবীতে তারা এটি আসতে দেখেছেন।

এ নিয়ে গবেষণার পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, পৃথিবীতে এলিয়েন আসার কোনো প্রমাণ তারা পায়নি। কোনো ইউএফও পৃথিবীতে বিধ্বস্তও হয়নি।

স্থানীয় সময় শুক্রবার পেন্টাগনের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা রোনাল্ড মোলট্রি এমন তথ্য তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, আকাশ, মহাকাশ ও পানিতে ইউএফও খুঁজতে গিয়ে তাদের কাছে অনেক প্রতিবেদন এসেছে। সেগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে, তবে এখন পর্যন্ত এমন কোনো কিছুর সন্ধান তারা পাননি।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ২০০৪ থেকে ২০২১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা আকাশে ১৪০ বারের বেশি ইউএফও দেখার দাবি করেছেন। এর মধ্যে ৮০টি বিভিন্ন সেন্সরে ধরা পড়ে।

এ নিয়ে সাংবাদিকদের রোনাল্ড মোলট্রি বলেন, ‘আমরা এখনও খুব প্রাথমিক অবস্থায় আছি, তবে আমরা তেমন কিছু দেখিনি যার মাধ্যমে আমরা বিশ্বাস করতে পারব যে এলিয়েন পৃথিবীতে এসেছিল।’

পেন্টাগনের নবগঠিত অল ডোমেইন অ্যানোমালি রেজ্যুলেশন অফিসের (এএআরও) পরিচালক সিন কির্কপ্যাট্রিক জানান, পৃথিবীর বাইরে অন্য কোনো প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। এ বিষয়ে বৈজ্ঞানিক গবেষণা চালানো হচ্ছে। কির্কপ্যাট্রিক বলেন, ‘আমি শুধু বলব যে, আমরা আমাদের বিশ্লেষণ খুব পুঙ্খানুপুঙ্খভাবে করছি।’

যুক্তরাষ্ট্রে ৫০ বছরে ধরে যত ইউএফও দেখা গেছে, তার ওপর চলতি বছরের মে মাসে প্রথমবারের মতো কংগ্রেসে উন্মুক্ত শুনানি হয়।

সে সময় কংগ্রেসের কয়েকজন সদস্য যুক্তরাষ্ট্রের আকাশে দেখা ইউএফও রাশিয়া ও চীনের তৈরি কোনো প্রযুক্তি কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন।

এ বিভাগের আরো খবর