বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্মার্টওয়াচে ইসিজির রিপোর্ট

  •    
  • ১৬ ডিসেম্বর, ২০২২ ১৩:২১

ব্যবহারকারী সারা দিন কতটুকু হাঁটলেন তাও জানিয়ে দেবে ভিভোওয়াচ ৫ অ্যারো। শুধু তা-ই নয়, সুইমিং স্পোর্টস মোড থেকে জানতে পারবেন, কতটুকু সাঁতার কাটলেন, খরচ করলেন কত ক্যালোরি।

নতুন নতুন টেকনোলজি বাজারে এনে চমকে দেয়ার নজির আছে তাইওয়ানের টেক জায়ান্ট আসুসের। সম্প্রতি তারা ইসিজি, পিপিজি ফিচারসমৃদ্ধ স্মার্টওয়াচ বাজারে এনে হৈচৈ ফেলে দিয়েছে। ভিভোওয়াচ ৫ অ্যারো মডেলের স্মার্টওয়াচটির মূল্য ৮৪০ ইউয়ান বা প্রায় ১২ হাজার টাকা।

নোটবুকচেক ওয়েবসাইটের এক প্রতিবেদন থেকে জানা গেছে, স্মার্টওয়াচটিতে রয়েছে ইসিজি ফাংশন মনিটরিং সিস্টেম। সেই সঙ্গে আছে ব্লাড অক্সিজেন মনিটরিং ফিচার। ডিভাইসটির ব্যবহারকারী তার স্বাস্থ্যসংক্রান্ত বেশ কিছু তথ্য নিমেষেই পেয়ে যাবেন। হার্ট রেট, রিলাক্সেশন ইনডেক্স ও স্লিপ কোয়ালিটির মতো ফিচারগুলো তো থাকছেই।

ব্যবহারকারী সারা দিন কতটুকু হাঁটলেন তাও জানিয়ে দেবে ভিভোওয়াচ ৫ অ্যারো। শুধু তা-ই নয়, সুইমিং স্পোর্টস মোড থেকে জানতে পারবেন, কতটুকু সাঁতার কাটলেন, খরচ করলেন কত ক্যালোরি।

একবার চার্জ দিলে স্মাটওয়াচটির ব্যাটারি ৭ দিন কাজ করবে। এটি ম্যাগনেটিক চার্জিং সিস্টেম সাপোর্ট করে।

এ বিভাগের আরো খবর