নতুন মালিক ইলন মাস্ক আসার পর থেকেই বন্ধ ছিল টুইটারের প্রিমিয়ার সেবা ‘টুইটার ব্লু’র সাবস্ক্রিপশন। এক মাস বন্ধ থাকার পর সম্প্রতি সেবাটি আবার চালু হয়েছে। ব্লু ব্যাজের পাশাপাশি এখন থাকবে সোনালি ও ধূসর রঙের ব্যাজও।
দ্য ভার্জের এক প্রতিবেদন থেকে জানা যায়, ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সোনালি এবং সরকারি প্রতিষ্ঠানগুলোকে দেওয়া হবে ধূসর রঙের ভেরিফিকেশন ব্যাজ।
মাস্কের নির্দেশ অনুসারে ব্লু ব্যাজের জন্য খরচ করতে হবে মাসে আট ডলার। যারা ওয়েব থেকে টুইটার ব্যবহার করবেন তাদের জন্য এই হার নির্ধারণ করা হয়েছে। আইওএস বা অ্যাপল থেকে যারা টুইটার ব্যবহার করবেন, তাদের খরচ আরও বাড়বে। তাদের দিতে হবে মাসে ১১ ডলার।
টুইটারের নতুন নিয়ম অনুযায়ী, প্রোফাইলে ভেরিফিকেশন ব্যাজ যোগ করতে চাইলে ফোন নম্বর দিয়ে প্রথমে নিবন্ধন করতে হবে।
অ্যাকাউন্টের নাম, হ্যান্ডলের নাম বা প্রোফাইল ছবি পরিবর্তন করলে অ্যাকাউন্ট ভেরিফাই না হওয়া পর্যন্ত ভেরিফায়েড ব্যাজ প্রদর্শিত হবে না।
টুইটার ব্লুতে অতিরিক্ত কিছু ফিচার, যেমন—টুইট সম্পাদনা করার সুযোগ, ১০৮০ পিক্সেলের ভিডিও আপলোড ও রিডার মোড ব্যবহার করা যাবে। দেখানো হবে কম বিজ্ঞাপন। সার্চ ও রিপ্লাইয়ের ক্ষেত্রেও মিলবে বিশেষ সুবিধা।
এর আগে ৯ নভেম্বর ভেরিফিকেশন ব্যাজ চালু করেছিল টুইটার। কিন্তু ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা বাড়তে থাকায় চালু করার কয়েক ঘণ্টা পরই ব্লু টিক বন্ধ করে দিতে বাধ্য হয় টুইটার কর্তৃপক্ষ।