অন্যকে ছবি আঁকতে দেখলে হিংসে হয়? নিজে ছবি আঁকতে পারেন না বলে মনে মনে আক্ষেপ করেন? তাহলে আপনার কষ্টের দিন শেষ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম দাল-ই এসেছে আপনাকে শিল্পী বানাতে।
পদ্ধতি খুব সহজ। দাল-ই ওয়েবসাইটে চলে যান। সেখানে একটি অ্যাকাউন্ট তৈরি করুন। চাইলে আপনার জিমেইল অথবা মাইক্রোসফট আইডি দিয়েও লগইন করতে পারেন। এবার যা আঁকতে চান, তা টাইপ করুন দাল-ইর জেনারেল ডায়ালগ বক্সে। ব্যস, মুহূর্তেই তৈরি হয়ে যাবে আপনার ছবি।
সবকিছুই আঁকা যায় এখানে। ঘোড়ায় চড়া অ্যাস্ট্রনট থেকে শুরু করে সূর্যাস্তের ছবি মুহূর্তেই এঁকে দিবে দাল-ই। চাইলে আঁকা ছবিতে কারেকশনও করতে পারবেন। কাজ শেষে বিনা মূল্যে ছবি ডাউনলোডও করা যাবে।
আমেরিকার সান ফ্রান্সিস্কোর জনপ্রিয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গবেষণাগার ওপেন-এআই ছবি আঁকার এই প্ল্যাটফর্মটি তৈরি করেছে। স্প্যানিশ শিল্পী সালভাদর দালি ও অ্যানিমেশন ফিল্মের চরিত্র ওয়াল-ই কে যুক্ত করে এই প্ল্যাটফর্মের নামকরণ হয়েছে দাল-ই। সংস্থাটির মালিকদের মধ্যে ইলন মাস্কও আছেন।