বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কবে আসবে ফোল্ডিং আইফোন?

  •    
  • ২ ডিসেম্বর, ২০২২ ১৩:২২

অ্যাপল বিশ্লেষক মিং-চি কুও জানিয়েছেন, আইফোন ফ্লিপ নামের এই ফোল্ডিং আইফোনটি ২০২৪ সালে বাজারে আসতে পারে।

অনেক আগেই ফোল্ডিং স্মার্টফোন বাজারে এনেছে স্যামসং। বলতে গেলে ফোল্ডিং মোবাইল ফোনের রাজ্যে স্যামসংই রাজা।

অ্যাপল অনেক আগে থেকেই কাজ করছে ফোল্ডিং আইফোন নিয়ে। নাম আগেই রাখা হয়ে গেছে। অ্যাপল বিশ্লেষক মিং-চি কুও জানিয়েছেন, আইফোন ফ্লিপ নামের এই ফোল্ডিং আইফোনটি ২০২৪ সালে বাজারে আসতে পারে। অনেকে বলছেন, এর নাম হবে আইফোন এয়ার। যদিও অ্যাপল এখনও এই বিষয়ে কিছু বলেনি। তবে নেট দুনিয়ায় নিয়মিত ফাঁস হচ্ছে নানা রকম তথ্য। আইফোন ফ্লিপ নিয়ে তেমনই কিছু তথ্য থাকছে আজ।

কবে আসবে বাজারে

আগেই বলেছি, অ্যাপল বিশ্লেষক মিং-চি কুও জানিয়েছেন, আইফোন ফ্লিপ আসবে ২০২৪ সালে। তবে সম্প্রতি ফাঁস হওয়া এক রিপোর্ট জানাচ্ছে, আইফোন ১৫ সিরিজের সঙ্গেই বাজারে আসতে পারে আইফোন ফ্লিপ। যদিও এসব প্রশ্নে নিরব টেক জায়ান্ট অ্যাপল।

ডিসপ্লে ধরন

ফোল্ডেবল ডিসপ্লে ব্যবহার হবে আইফোন ফ্লিপে। এলসিডি অথবা ওএলইডি ভিত্তিক ডিসপ্লে হতে পারে সেটি। ডিসপ্লের আকার সম্পর্কে কিছুই জানা যায়নি। এ দিকে আইপ্যাড মিনির ডিসপ্লে সমান অর্থাৎ চার ইঞ্চি আকারের আরেকটি ছোট ফোল্ডেবল আইফোনও বাজারে আনতে পারে অ্যাপল।

দেখতে কেমন হবে

আইফোন ফ্লিপ দেখতে কেমন হবে সম্পর্কে অ্যাপল কোন তথ্য প্রকাশ করেনি। তবে অনেকেই কল্পনা থেকে আইফোন ফ্লিপ এর ডিজাইন প্রকাশ করছেন নেট দুনিয়ায়। তেমনই দুইটি ডিজাইন দেখে নিন।

দাম কত হবে

আইফোনের দাম অন্যসব ফোনের চেয়ে ঢেড় বেশি। আইফোন ফ্লিপ এর ক্ষেত্রেও সেই ধারা বজায় থাকবে বলেই মনে হয়। গবেষকরা বলছেন, কমপক্ষে ২ হাজার আমেরিকান ডলারে বিক্রি হতে পারে এক একটি আইফোন ফ্লিপ। বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ২ লক্ষ টাকার সমান।

এ বিভাগের আরো খবর