কর্মীদের জন্য বিনা মূল্যে খাবারের যে ব্যবস্থা ছিল, তা বন্ধ করে দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের মালিক ধনকুবের ইলন মাস্ক।
৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কেনার সঙ্গে সঙ্গে কর্মী ছাঁটাইসহ নানা পদক্ষেপের ধারাবাহিকতায় সম্প্রতি তিনি এই ঘোষণা দেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে মিন্ট।
আয় বাড়ানো না গেলে সামনের দিনে টুইটার দেউলিয়া হয়ে যেতে পারে মন্তব্য করেন মাস্ক। এ জন্য সবাইকে কাজে আরও মনোযোগী হতে পরামর্শ দেন তিনি।
কর্মীদের সঙ্গে এক বৈঠকে টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাস্ক বলেন, ‘সামনে কঠিন সময় আসছে। বাসায় বসে আর কাজ করার সুযোগ নেই। অফিসে ফ্রি খাওয়া-দাওয়া বন্ধ। সপ্তাহে ৮০ ঘণ্টা কাজ করতে হবে।’
টুইটার অফিসে ফ্রি ওয়াইফাই সেবাও বন্ধ হবে জানিয়ে তিনি বলেন, প্রতিষ্ঠানের সিদ্ধান্ত যারা মেনে নেবেন, তারাই এখানে চাকরি করতে পারবেন। না চাইলে পদত্যাগ করতে পারেন।
মাস্কের সঙ্গে বৈঠকে বসা এক কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ইলন মাস্কের বক্তব্য হলো, হোম অফিসের নাম করে অফিসে আসতে না চাইলে পদত্যাগ কার্যকর হবে। অফিসে ফ্রি খাওয়ার দিন শেষ।’
এতদিন একই সঙ্গে তিনটি প্রতিষ্ঠানপ্রধানের দায়িত্ব পালন করছিলেন যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন। সবশেষ দায়িত্ব নেন টুইটারের।
সম্প্রতি সিইও হিসেবে নিজের নাম ঘোষণার পাশাপাশি টুইটারের পরিচালনা পর্ষদ ভেঙে দেন ইলন মাস্ক। এরপর নেন নানা বিতর্কিত সিদ্ধান্ত। উল্লেখযোগ্য কর্মী ছাঁটাই, ব্লু ব্যাজের জন্য অর্থ নেয়াসহ তার বেশ কিছু সিদ্ধান্ত সমালোচনার জন্ম দিয়েছে।
নানা ঘটনার পর অবশেষে গত ২৭ অক্টোবর টুইটার কেনেন ইলন মাস্ক। প্রথমেই এর প্রধান নির্বাহী কর্মকর্তা পরাগ আগারওয়াল, প্রধান আর্থিক কর্মকর্তা নেড সেগাল এবং আইন ও নীতিবিষয়ক প্রধান বিজয়া গাড্ডেকে চাকরিচ্যুত করেন তিনি।