দেশের ফ্যাশন সচেতন তরুণদের সাধ ও সাধ্যের বিষয়টিকে বিবেচনায় নিয়ে বাজেট সাশ্রয়ী স্মার্টফোন সি৩০ উন্মোচন করেছে রিয়েলমি।
ডিভাইসটির ৮.৫ মিলিমিটার আলট্রা-স্লিম ভার্টিকাল স্ট্রাইপ ডিজাইন ও ইউনিসক টি৬১২ শক্তিশালী প্রসেসরের সমন্বয় ব্যবহারকারীকে দেবে স্মার্টফোন ব্যবহারের দুর্দান্ত অভিজ্ঞতা।
এ ছাড়া ইউএফএস ২.২ হাই-স্পিড ফ্ল্যাশ স্টোরেজ সুবিধা থাকায় ডেটা ট্রান্সফারে পাওয়া যাবে গতি। রিয়েলমি সি৩০ স্মার্টফোনের দাম ৯ হাজার ৯৯৯ টাকা।
ডিজাইনের পাশাপাশি রিয়েলমি সি৩০ স্মার্টফোনের পারফরমেন্স উন্নত করতে বেশি গুরুত্ব দিয়েছে রিয়েলমি। ডিভাইসটিতে ব্যবহৃত ইউনিসক টি৬১২ শক্তিশালী প্রসেসর, যার আনটুটু স্কোর ২ লাখের ওপরে।
১২ ন্যানোমিটার অক্টা-কোর প্রসেসরে সর্বোচ্চ ১ দশমিক ৮২ গিগাহার্টজ গতি নিশ্চিত করবে। ফলে বাজেট সাশ্রয়ী হলেও রিয়েলমির এই ফোন গেম খেলা কিংবা মুভি দেখার ক্ষেত্রে ব্যবহারকারীরা পাবেন উন্নত অভিজ্ঞতা।
ডিজাইন ও প্রসেসরের পাশাপাশি রিয়েলমি সি৩০ স্মার্টফোনে ৮৮.৭ শতাংশ স্ক্রিন-রেশিওর ৬.৫ ইঞ্চি মেগা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা একই প্রাইস সেগমেন্টের ডিভাইসগুলোর তুলনায় বেশ বড় ও উজ্জ্বল।
তুলনামূলক বড় ডিসপ্লে থাকায় ভিডিও গেম খেলা, ভিডিও দেখা এবং ইন্টারনেট ব্রাউজিংয়ে উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করবে। ২ গিগাবাইট র্যামের এ ডিভাইসে ৩২ গিগাবাইট রম ব্যবহার করা হয়েছে। এর রম সর্বোচ্চ ১ টেরাবাইট বাড়ানো যাবে।
অ্যান্ড্রয়েড ১১ প্লাটফর্মভিত্তি রিয়েলমি ইউআই গো এডিশনের রিয়েলমি সি৩০ স্মার্টফোনে দ্রুত কাজ করা যাবে।
এ ছাড়া রিয়েলমির নিজস্ব কাস্টম ইউআই প্রাইভেসি ও পারফরমেন্সকে উন্নত করেছে, যা অল্প চার্জের মাধ্যমেও ডিভাইসকে দীর্ঘক্ষণ সচল রাখতে সহায়তা করে।
রিয়েলমি সি৩০ স্মার্টফোনে এআই ৮ মেগাপিক্সেল রিয়ার ও ৫ মেগাপিক্সেল হাই রেজল্যুশনের সেলফি ক্যামেরা রয়েছে। এইচডিআর মোড থাকায় ডিভাইসটির রিয়ার ক্যামেরায় অনায়াসেই ভালো মানের ছবি ধারণ করা যাবে। অর্থাৎ দাম অনুযায়ী রিয়েলমি সি৩০ স্মার্টফোন ফটোগ্রাফির চাহিদা অনেকটাই পূরণ করবে।
রিয়েলমির নতুন ডিভাইসটির আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার ৫০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি। যে কারণে ব্যবহারকারী চার্জের চিন্তা না করে দীর্ঘসময় ডিভাইস চালাতে পারবে।
এতে আল্ট্রা সেভিং মোড থাকায় ব্যাটারি একবার ফুল চার্জে দিনব্যাপী গেইম খেলা ও ভিডিও দেখা যাবে। আর স্ট্যান্ডবাইতে ৪৫ দশমিক ৩ ঘণ্টা পর্যন্ত পাওয়া যাবে পাওয়ার ব্যাকআপ।