বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

যে বাবল ফাটবে না এক বছরেও

  •    
  • ৩০ অক্টোবর, ২০২২ ২০:২২

একটি বাবলের চিরচায়িত ছোট্ট আয়ুষ্কাল বাড়ানোর একটি উপায় বের করেছেন ফরাসি পদার্থবিদরা।

সাধাণরত একটি বাবল কয়েক সেকেন্ডের মধ্যে ফেটে যায়। কোনো কোনো সময় তা ১ মিনিট থেকে কয়েক মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে। কিন্তু তাই বলে এক বছর!

শুনতে অবাক লাগলেও, একটি বাবল ৪৬৫ দিন টিকিয়ে রেখে চমক সৃষ্টি করেছেন ফ্রান্সের একদল পদার্থবিদ। ফিজিক্যাল রিভিউ ফ্লুইডস জার্নালে মঙ্গলবার প্রকাশিত নিবন্ধে বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন ইউনিভার্সিটি অফ লিলের গবেষকরা।

গবেষকরা বলছেন, তরল বাষ্পীভবনের কারণে ফেটে যাওয়ার আগে অল্পসময়ের জন্য স্থায়ী থাকে বাথটাব বা বাসন মাজার সাবানের বাবল। যে বাবলটিকে ৪৬৫ দিন পর্যন্ত স্থায়ী ছিল সেটি উচ্চ ঘনত্বের গ্লিসারলের। এটি এমন একটি যৌগ যা সাধারণত খাবার এবং ওষুধের সহায়ক হিসেবে ব্যবহৃত হয়

গবেষকরা দেখতে পান, অন্যসব বুদবুদের মতো কিছুক্ষণের মধ্যে এটি ফেটে যাচ্ছে না। সৃষ্টির ৪৬৫ দিন পর ‘মৃত্যু’ হয় এটির।

গবেষণার ফলাফল সারসংক্ষেপে প্রকাশিত হয়েছে আমেরিকান ফিজিক্যাল সোসাইটির ওয়েবসাইটে। সেখানে বলা হয়, গ্লিসারলের স্থিতিশীল প্রভাবের কারণেই বুদবুদটি বাড়তি আয়ু পেয়েছে।

‘গ্লিসারলের সঙ্গে পানির একটি মজবুত সম্পর্ক রয়েছে। এটি বায়ু থেকে পানি শোষণে দক্ষ।

গবেষকরা বলছেন, পানির এই শোষণ বাষ্পীভবনের (পদার্থকে তরল পর্যায় থেকে বাষ্পে পর্যায়ে রূপান্তর) জন্য কিছুটা ক্ষতিপূরণ দেয়। আর সময়ে কণার উপস্থিতির কারণে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়। এই দুই কারণেই সাধাণরত বাবল ফেটে যায়।’

ফরাসি গবেষকদের এই আবিষ্কার সাধারণ একজনের কাছে অপ্রয়োজনীয় মনে হতে পারে। তবে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক লেইফ রিস্ট্রফ বলছেন ‘ আবিষ্কারটিকে বাস্তব জীবনে বিভিন্ন ইস্যুতে কাজে লাগানো সম্ভব।’

এ বিভাগের আরো খবর