নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে অপোর সবশেষ হ্যান্ডসেট এফ২১এস প্রো ডিভাইসটি বিক্রি।
গত সোমবার থেকে দেশের অপোর সব শোরুম এবং পার্টনার শোরুমে পাওয়া যাচ্ছে ডিভাইসটি। ফার্স্ট সেল উপলক্ষে ছিল লাকি ড্র ও ফটো ক্যাম্পেইনসহ বিভিন্ন কর্মকাণ্ড।
ফোনটি কেনা গ্রাহকরা র্যাফেল ড্রয়ে পাবেন আকর্ষণীয় উপহার।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অপোর আউটলেটগুলোতে স্টাইল জোনে ক্রেতাদের জন্য চমৎকার সব ছবি তোলার সুযোগ রাখা হয়েছে। ছবিগুলো ফেসবুকে শেয়ার করে ক্রেতারা আকর্ষণীয় পুরস্কার জিতে নিতে পারছেন।
চলতি মাসের শুরুর দিকে দেশের বাজারে উন্মোচনের পর অপো এফ২১এস প্রো ডিভাইসটি ফ্যাশন সচেতন স্মার্টফোনপ্রেমীদের মাঝে বিপুল সাড়া ফেলেছে।
নতুন অপো এফ২১এস প্রোতে রয়েছে আকর্ষণীয় সব ফিচার। রয়েছে নানা রঙের সংমিশ্রণ এস৭৫ কালার, অ্যান্টি-গ্লেয়ার গ্লাস, মাইক্রোলেন্স ও অপোর আরজিবিডব্লিউ প্রযুক্তির ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফার্স্ট চার্জিং সুবিধা।
ডিভাইসটি গোলাপি, সবুজ ও সোনালি রঙে।
স্মার্টফোনটিতে রয়েছে মাইক্রোলেন্সসহ ৬৪ মেগাপিক্সেলের এআই ট্রিপল ক্যামেরা সেটআপ, যা দেবে ৩০ গুণ ম্যাগনিফিকেশন সুবিধা। এতে ব্যবহারকারীরা ডিটেইলসহ ছবি তুলতে পারবেন। ফোনটির সামনের ক্যামেরায় রয়েছে অপো এফ২১ প্রোর শক্তিশালী সনি আইএমএক্স৭০৯ ফ্ল্যাগশিপ সেন্সর; এর ফলে ডিভাইসের সামনে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে আল্ট্রা-সেন্সিং সেলফি তোলা যাবে।
পাশাপাশি ক্যামেরায় রয়েছে স্পেশালিস্ট ডেপথ ক্যামেরা, যা নিশ্চিত করবে ছবি তোলার অনন্য অভিজ্ঞতা। ফোনটিতে ব্যবহার করা হয়েছে অপোর নিজস্ব আরজিবিডব্লিউ প্রযুক্তি, যা দেবে ৬০ শতাংশ বেশি আলো, ছবিতে স্বাভাবিক কালার।
যারা অনেকক্ষণ ধরে স্মার্টফোনে বিভিন্ন কাজ করেন, তাদের জন্য ডিভাইসটিতে রয়েছে শক্তিশালী ৪৫০০ এমএএইচের ব্যাটারি। সঙ্গে রয়েছে ৩৩ ওয়াট সুপারভুক চার্জিং সুবিধা। এতে ব্যবহারকারীরা ৫ মিনিটের চার্জে ২.৬৮ ঘণ্টা কথা বলতে পারবেন।