ফেসবুকে ফলোয়ার হারিয়ে অনেকটা ‘নিঃস্ব’ হয়ে পড়া মার্ক জাকারবার্গ আবার আগের অবস্থানে ফিরে এসেছেন, ফিরে এসেছে তার সব ফলোয়ার।
কদিন ধরে হুট করে উধাও হয়ে যাচ্ছিল বিশ্বজুড়ে ফেসবুক ব্যবহারকারীদের ফলোয়ার; ফেসবুক প্রতিষ্ঠাতা জাকারবার্গও পড়েন এই সংকটে। ১১৯ মিলিয়ন ফলোয়ার থেকে তার ফলোয়ার দাঁড়ায় ৯ হাজার ৯৯২ জন।
কয়েক ঘণ্টা এমনভাবে চলার পর বুধবার বাংলাদেশ সময় ৩টার পর তিনি ফিরে পান সব ফলোয়ার। একই সময়ে অন্য অনেক সেলিব্রেটিও তাদের ফলোয়ার ফিরে পেতে শুরু করেছেন বলে খবর পাওয়া যায়।
বাংলাদেশের অনেক ফেসবুক ব্যবহারকারী তাদের ফলোয়ার ফিরে পাওয়ার তথ্য জানিয়ে পোস্ট দিয়েছেন। স্বস্তির কথা জানিয়েছেন তারা। অনেকে আগের সব ফলোয়ার যেমন ফিরে পেয়েছেন, তেমন কারো কারো ফেসবুকের ফলোয়ারের তালিকায় বাড়তি সংখ্যাও যোগ হয়েছে।
অবশ্য এ বিষয় নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা বিবৃতি দিয়ে কিছু জানায়নি ফেসবুক বা তাদের মূল প্রতিষ্ঠান মেটা।
কয়েক দিন ধরেই সাঁড়াশি অভিযান চালাচ্ছে ফেসবুক। ভুয়া আইডি বন্ধে এমন সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এসব বিষয় নিয়ে মেটার একজন মুখপাত্র বলেন, ‘ফেসবুকে অনেক ব্যবহারকারী তাদের প্রোফাইলে অসামঞ্জস্যপূর্ণ ফলোয়ারের সংখ্যা দেখছেন। এই ব্যাপারটি নিয়ে আমরা সচেতন।’
তিনি বলেন, ‘আমরা যত তাড়াতাড়ি সম্ভব বিষয়গুলো স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কাজ করছি এবং এমন অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।’
সাটলক এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুকে বাগ থাকার কারণে এমনটি ঘটছে। বাগ হচ্ছে কম্পিউটারের প্রোগ্রামে থাকা ত্রুটি।
গত ৩ ও ৪ অক্টোবর নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, দ্য হিল, ইউএসএ টুডে, নিউ ইয়র্ক পোস্ট ও নিউজ উইকের মতো নামি আমেরিকান মিডিয়া আউটলেটের ফলোয়ার কমে যায় বলে জানিয়েছিল ডাটা অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম ক্রাউডট্যাঙ্গল।
কয়েক দিন ধরে কিছুটা ফলোয়ার কমা শুরু হলেও একপর্যায়ে মঙ্গলবার রাত থেকে বাংলাদেশে ব্যাপকহারে ফেসবুক ব্যবহারকারী এই সমস্যার সম্মুখীন হতে থাকেন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা।
প্রায় ৭০০ কোটি জনসংখ্যার এই পৃথিবীতে ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি বাজারে আসা ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৩০০ কোটি। ফেসবুকে ফলোয়ার ফিরিয়ে দেয়া হলেও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি বা বক্তব্য দেয়নি ফেসবুক কর্তৃপক্ষ।