বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফলোয়ার হারিয়ে রিক্ত ফেসবুক ব্যবহারকারীরা

  •    
  • ১২ অক্টোবর, ২০২২ ১২:৪১

ফলোয়ার হারিয়ে যাচ্ছে ফেসবুক ব্যবহারকারীদের। এর বাইরে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গও নয়। ফেসবুক এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। যাদের ব্যবসা প্রতিষ্ঠানের ফলোয়ার কমে গেছে কিংবা ফেসবুকের ফিচার বুস্টিংয়ের মাধ্যমে অর্থ খরচ করে যাদের ফলোয়ার বাড়ানো হয়েছে। প্রতিষ্ঠান হিসেবে ফেসবুক কীভাবে এগুলো দেখভাল করবে, তা স্পষ্ট নয়।

হঠাৎ করে অনেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট, মিডিয়া আউটলেট ও বিভিন্ন প্রতিষ্ঠানের ফেসবুক পেজের অনুসারীর সংখ্যা নাটকীয়ভাবে কমে যাচ্ছে।

গত ৩ ও ৪ অক্টোবর নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, দ্য হিল, ইউএসএ টুডে, নিউ ইয়র্ক পোস্ট ও নিউজ উইকের মতো নামি আমেরিকান মিডিয়া আউটলেটের ফলোয়ার কমে যায় বলে জানিয়েছিল ডাটা অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম ক্রাউডট্যাঙ্গল

এবার কমেছে ফেসবুকের প্রতিষ্ঠাতা ও মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের ফলোয়ারের সংখ্যা। তার ফলোয়ার দেখা যাচ্ছে মাত্র ৯ হাজার ৯৯৪ জন। জাকারবার্গের সহধর্মিণী প্রিসিলা চ্যাং-এরও ফলোয়ার মাত্র ৯ হাজার ৮৯৫ জন।

এর ছোঁয়া লেগেছে বাংলাদেশেও। বাংলাদেশের তারকা ফেসবুক ব্যবহারকারী থেকে শুরু করে বিভিন্ন বাণিজ্যিক আউটলেট, সংবাদমাধ্যম থেকে শুরু করে সাধারণ ফেসবুক ব্যবহারকারীর অনুসারীর সংখ্যাও কমে যাওয়ার বিষয়টি জানা যাচ্ছে।

বিবিসি বাংলার কর্মী আকবর হোসেন এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, এক দিনের মধ্যেই তার ফেসবুকে ফলোয়ার কমে গেছে ৩৫ হাজার। সবশেষ তার ফেসবুকে অনুসারী দেখা গেছে ৯ হাজার ৬৯২ জন।

আসিফ মহিউদ্দিনসহ বেশ কয়েকজন লেখক ও ব্লগারের ফলোয়ার সংখ্যাও নাটকীয়ভাবে কমে গেছে।

তবে পরীমনি, শাকিব খান ও বুবলির মতো সেলিব্রেটি জগতের অনেকেরই ফেসবুকে অনুসারীর সংখ্যা ঠিক রয়েছে।

সাটলক এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুকে বাগ থাকার কারণে এমনটি ঘটছে। বাগ হচ্ছে কম্পিউটারের প্রোগ্রামে থাকা ত্রুটি।

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এ বিষয়ে এখনও কোনো বিবৃতি দেয়নি। যারা বা যেসব প্রতিষ্ঠান ফলোয়ার হারিয়েছে, তারা কী আর ফলোয়ার ফিরে পাবে কি না তা স্পষ্ট নয়।

এ বিভাগের আরো খবর