বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এফ২১এস প্রো উন্মোচন করলো অপো

  •    
  • ৬ অক্টোবর, ২০২২ ১৯:৩৬

নতুন অপো এফ২১এস প্রোতে রয়েছে আকর্ষণীয় সব ফিচার। রয়েছে নানা রঙের সংমিশ্রণ এস৭৫ কালার, অ্যান্টি-গ্লেয়ার গ্লাস, মাইক্রোলেন্স ও অপো’র আরজিবিডব্লিউ প্রযুক্তির ৬৪ মেগা পিক্সেলের ক্যামেরা সেট আপ এবং দ্রুত চার্জিং সুবিধা।

ব্যাচেলর পয়েন্টের প্রথম মঞ্চ উপস্থাপনার মাধ্যমে নতুন ও ট্রেন্ডি সংস্করণ এফ২১স প্রো স্মার্টফোন উন্মোচন করেছে অপো। মঞ্চ উপস্থাপনার সময় এস৭৫ কালারের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

প্রি-অর্ডার করা অপো এফ২১এস প্রোর ফান ফিচার ও ফ্যাশন স্টাইল প্যাক সবার সামনে তুলে ধরে ব্যাচলর পয়েন্ট টিম।

ক্রেতারা এখন প্রি-অর্ডার করে ডিভাইসটি কিনতে পারবেন ২৯ হাজার ৯০০ টাকায়। এরই মধ্যে শুরু হয়েছে প্রি-অর্ডার, চলবে আগামী ৯ অক্টোবর পর্যন্ত।

নতুন অপো এফ২১এস প্রোতে রয়েছে আকর্ষণীয় সব ফিচার। রয়েছে নানা রঙের সংমিশ্রণ এস৭৫ কালার, অ্যান্টি-গ্লেয়ার গ্লাস, মাইক্রোলেন্স ও অপোর আরজিবিডব্লিউ প্রযুক্তির ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফার্স্ট চার্জিং সুবিধা।

ডিভাইসটি গোলাপি, সবুজ ও সোনালি রঙে।

স্মার্টফোনটিতে রয়েছে মাইক্রোলেন্সসহ ৬৪ মেগাপিক্সেলের এআই ট্রিপল ক্যামেরা সেটআপ, যা দেবে ৩০ গুণ ম্যাগনিফিকেশন সুবিধা। এতে ব্যবহারকারীরা ডিটেইলসহ ছবি তুলতে পারবেন। ফোনটির সামনের ক্যামেরায় রয়েছে অপো এফ২১ প্রোর শক্তিশালী সনি আইএমএক্স৭০৯ ফ্ল্যাগশিপ সেন্সর; এর ফলে ডিভাইসের সামনে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে আল্ট্রা-সেন্সিং সেলফি তোলা যাবে।

পাশাপাশি ক্যামেরায় রয়েছে স্পেশালিস্ট ডেপথ ক্যামেরা, যা নিশ্চিত করবে ছবি তোলার অনন্য অভিজ্ঞতা। ফোনটিতে ব্যবহার করা হয়েছে অপোর নিজস্ব আরজিবিডব্লিউ প্রযুক্তি, যা দেবে ৬০ শতাংশ বেশি আলো, ছবিতে স্বাভাবিক কালার।

যারা অনেকক্ষণ ধরে স্মার্টফোনে বিভিন্ন কাজ করেন, তাদের জন্য ডিভাইসটিতে রয়েছে শক্তিশালী ৪৫০০ এমএএইচের ব্যাটারি। সঙ্গে রয়েছে ৩৩ ওয়াট সুপারভুক চার্জিং সুবিধা। এতে ব্যবহারকারীরা ৫ মিনিটের চার্জে ২.৬৮ ঘণ্টা কথা বলতে পারবেন।

অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর এর ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, ‘বাংলাদেশের স্মার্টফোন ব্যবহারকারীরা ফ্যাশন সচেতন। নতুন এস৭৫ কালার ব্যবহারকারীদের নতুন কিছু করতে উৎসাহিত করবে। সামনের দিনগুলোতেও ও ফ্যানদের জন্য অপো অর্থবহ ও উদ্ভাবনী পণ্য ও সেবা নিয়ে আসবে যেন তারা সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত হন।’

স্মার্টফোনটি প্রি-অর্ডার করা গ্রাহকদের জন্য থাকছে লাকি ড্র-এর মাধ্যমে লিমিটেড-এডিশনের স্টাইল প্যাক জিতে নেয়ার সুযোগ। যেখানে থাকবে আকর্ষণীয় গুডিজ, যা তারা কাস্টোমাইজ করতে পারবেন এবং নিজেদের ব্যক্তিত্বের সঙ্গে মিলিয়ে স্মার্টফোনের মাধ্যমে নিজস্ব স্টাইলকে তুলে ধরতে পারবেন।

এ ছাড়া ক্রেতারা প্রি-অর্ডার করে তিন মাসের স্ক্রিন রিপ্লেসমেন্ট ওয়্যারেন্টি, সোয়াপে এক্সচেঞ্জে ১৫ শতাংশ অতিরিক্ত টাকা এবং ফ্রি ইন্টারনেট ডেটা বান্ডলসহ নানান ডিল উপভোগ করতে পারবেন।

এ বিভাগের আরো খবর