বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পদার্থবিজ্ঞানের নোবেল ঘোষণা বিকেলে

  •    
  • ৪ অক্টোবর, ২০২২ ১২:৪৮

অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে ১০ অক্টোবর শেষ হবে এবারের মোট ছয়টি শাখায় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা।

প্রতি বছরের মতো এবারও অক্টোবরের প্রথম সোমবার শুরু হয়েছে নোবেল পুরস্কার ঘোষণা। মঙ্গলবার জানানো হবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জয়ীর নাম।

বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টার দিকে ‘রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স’র পদার্থবিজ্ঞানের নোবেল কমিটি এই পুরস্কার ঘোষণা করবে। নোবেল পুরস্কারের ওয়েবসাইট নোবেল ডট ওআরজিতে এ কথা জানানো হয়েছে।

এবারের নোবেল পুরস্কার ঘোষণা প্রথম দিন চিকিৎসাশাস্ত্রে নোবেল পাওয়া বিজ্ঞানীর নাম এসভান্তে পেবো। বিলুপ্ত হোমিনিনের (মানুষের আদি নিকটাত্মীয়) জিনগত সঞ্চার এবং মানব বিবর্তনের সম্পর্ক আবিষ্কারের জন্য এই বিভাগে নোবেল পেয়েছেন সুইডেনের এ বিজ্ঞানী।

গত বছর পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী হন তিন বিজ্ঞানী। তারা হলেন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র আবহাওয়াবিদ স্যুকুরো মানাবে (জাপান), জার্মানির ম্যাক্স প্ল্যাংক ইনস্টিটিউট ফর ম্যাটেরোলজির প্রফেসর ক্লাউস হ্যাসেলম্যান (জার্মানি) এবং ইতালির রোমের স্যাপিয়েঞ্জা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জর্জিও প্যারিসি (ইতালি)।

পৃথিবীর জলবায়ু পরিস্থিতির জটিল ভৌত সিস্টেম সম্পর্কে আমাদের বোঝাপড়ায় যুগান্তকারী অবদান রাখার জন্য পুরস্কার পান তারা।

অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে ১০ অক্টোবর শেষ হবে এবারের মোট ছয়টি শাখায় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা।

২০২২ সালের বিজয়ীদের সঙ্গে এ বছর ২০২০ ও ২০২১ সালের বিজয়ীদেরও সুইডেনের স্টকহোমে নোবেল সপ্তাহে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত হয়েছে। নোবেল ফাউন্ডেশনের এই আয়োজন হবে আগামী ডিসেম্বরে। এ সময় তাদের হাতে তুলে দেয়া হবে পুরস্কারের পদক, সনদ ও অর্থ।

সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তার রেখে যাওয়া অর্থে ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেয়া শুরু হয়। প্রতিবছর চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে দেয়া হয় বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার।

এ বিভাগের আরো খবর