‘স্টারলিংক চালু করছি’নারীর পোশাকের স্বাধীনতার আন্দোলন দমনে ইরান সরকার ইন্টারনেট পরিষেবা প্রায় অচল করে দেয়ার মধ্যে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনের এক টুইটের জবাবে এমনটি লিখে সংবাদের শিরোনাম হন বিলিয়নেয়ার ইলন মাস্ক। বিশ্বের সঙ্গে ইরানিদের যোগাযোগের ব্যবস্থা উন্মুক্ত রাখতে নিজের প্রতিষ্ঠান স্পেস এক্সের স্যাটেলাইট নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ তৈরির ঘোষণা দিয়েছিলেন মাস্ক। যুক্তরাষ্ট্র সরকারও মাস্কের এ প্রচেষ্টাকে সমর্থন দিয়ে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করে। বাইডেন প্রশাসন মাস্কের উদ্যোগকে তরান্বিত করতে প্রয়োজনীয় অনুমতিও দিয়েছে।স্যাটেলাইট লিংকের মাধ্যমে ইরানে ইন্টারনেটের ব্যবহার সহজ করা অসম্ভব নয়। তবে কয়েকটি চ্যালেঞ্জের কারণে বিষয়টি অত্যন্ত কঠিন। পুলিশি হেফাজতে কুর্দি তরুণী মাহসা আমিনি ১৬ সেপ্টেম্বর মারা যাওয়ার পর ইরানে টানা বিক্ষোভ ১৩তম দিনে গড়িয়েছে। দেশটির ৩১ প্রদেশের বেশিরভাগেই ছড়িয়ে পড়েছে তুমুল প্রতিবাদ। এখন পর্যন্ত অন্তত ৭৬ জনের প্রাণহানি ও ১২শর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।‘নিরাপত্তাজনিত উদ্বেগ’ দেখিয়ে কর্তৃপক্ষ ইরান জুড়ে কঠোর ইন্টারনেট নিষেধাজ্ঞা আরোপ করেছে।
স্টারলিংক কার্যকর করতে কী প্রয়োজন?ইলন মাস্ক যে স্টারলিংক পরিষেবা ইরানিদের জন্য উন্মুক্ত করতে চান সেটি রাতারাতি করা সম্ভব নয়। এজন্য আগে ব্যবহারকারীদের নিবন্ধন করতে হবে। ব্যবহারকারীদের সংযুক্ত করতে যে হার্ডওয়্যার দরকার সেই স্টারলিংক টার্মিনালগুলোকে সচল করে স্যাটেলাইট নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে হবে।ফেব্রুয়ারিতে রাশিয়ার সামরিক অভিযান শুরু করার পর স্টারলিংক ইউক্রেনে ১৫ হাজার টার্মিনাল পাঠিয়েছে। তবে ইরানের ক্ষেত্রে বিষয়টি সহজ নয়। এসব টার্মিনালকে স্বাভাবিক কারণেই দেশে ঢুকতে বাধা দেবে তেহরান।একমাত্র উপায় হলো হাজারো টার্মিনাল চোরাইপথে ইরানে ঢোকাতে হবে। এটা ব্যয়সাধ্য ও ঝুঁকিপূর্ণ। বাড়তি খরচ করতে হবে কয়েক মিলিয়ন ডলার।যুক্তরাষ্ট্র গত সপ্তাহে ইন্টারনেট-সম্পর্কিত কয়েকটি নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পর একে ‘ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন’ প্রচেষ্টা হিসেবে অভিহিত করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই দিনে ইরানে স্টারলিংকের ওয়েবসাইট ব্লক করে দেয়া হয়।
সম্ভাব্য আইনি জটিলতাগুলো কী?স্টারলিংক ‘অ্যাকটিভেশন’-এর খবর ইরানিদের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়েছে। অনেকেই এই পরিষেবার ওপর ভরসা করে আছেন। তবে এই ঘোষণা অন্য ঝুঁকিও তৈরি করেছে। ব্যবহারকারীদের ধোঁকা দিতে স্টারলিংকের সঙ্গে সংযুক্ত হওয়ার প্রয়োজনীয় সফটওয়্যারের ছদ্মবেশে ম্যালওয়্যার তৈরি করছে হ্যাকাররা।ইরান সরকারের সহযোগিতা ছাড়াই পরিকল্পনাকে এগিয়ে নিতে চাইলে স্টারলিংক আইনি জটিলতার মুখেও পড়তে পারে। পশ্চিমা শক্তির বিরুদ্ধে ইরানের আইনি অভিযোগ করার ইতিহাস রয়েছে। স্টারলিংক নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে গেলে ইরান আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিউ), জাতিসংঘের আন্তর্জাতিক যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বা অন্য কর্তৃপক্ষের কাছে আইনিভাবে এর প্রতিকার চাইতে পারে। ইরানের জনপ্রিয় ব্লগার ও প্রোগ্রামার জাদি এক টুইট বার্তায় লেখেন, ‘আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে একটি কোম্পানি ইরানে পরিষেবা দিতে পারে না। ইসলামি প্রজাতন্ত্র কোম্পানিটির বিরুদ্ধে একটি বাস্তবসম্মত অভিযোগ করবে এবং সেটি কোম্পানির জন্য সমস্যা তৈরি করবে।’
ইরানে বর্তমানে ইন্টারনেট নিষেধাজ্ঞা কতটুকু?জ্বালানির দাম আকস্মিকভাবে বেড়ে যাওয়ার পর ২০১৯ সালে নভেম্বরে ইরান জুড়ে বিক্ষোভ শুরু হয়। তখন প্রায় এক সপ্তাহ ইন্টারনেট বন্ধ ছিল। দেশটির সাড়ে আট কোটির মানুষের অধিকাংশ অফলাইনে ছিলেন।বিক্ষোভের পরের কয়েকদিন স্থানীয় ওয়েবসাইটগুলো বন্ধ রাখা হয়। সরকারি অফিস ও ব্যাংকগুলোও অফলাইনে চলে যায়। প্রথম সপ্তাহের পর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। তবে দেশের বেশ কিছু জায়গায় বিক্ষোভ চলমান থাকায় সেখানে ইন্টারনেট সীমিত করে রাখা হয়।এবারে চিত্র ভিন্ন। কর্তৃপক্ষ এবার ভিন্ন উপায়ে ইন্টারনেট সেবার বিঘ্ন ঘটাচ্ছে।স্থানীয় ওয়েবসাইট ও সার্ভিসগুলো এমনভাবে অনলাইনে রাখা হয়েছে যাতে অর্থনীতিতে তেমন প্রভাব না পড়ে। কয়েকটি ইন্টারনেট প্রোভাইডার বিশেষ করে প্রাইভেট কোম্পানিও, অন্যদের তুলনায় কম ঝামেলা পাহাচ্ছে।তবে এমসিআই ও ইরানসেলের মতো দেশের বৃহত্তম সার্ভিসের ব্যবহারকারীরা মোবাইল ও ঘরে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না।সন্ধ্যার পর বেশি বিক্ষোভের ঘটনা ঘটায় বিকেল ৪টা থেকে প্রায় মধ্যরাত পর্যন্ত সংযোগ সীমিত রাখা হচ্ছে। তখন প্রাইভেট ভার্চুয়াল নেটওয়ার্ক (ভিপিএন) সংযোগ ব্যবহারও অত্যন্ত কঠিন।সারা দেশে হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্লক করা হয়েছে। সোশ্যাল মিডিয়া ও মেসেজিং অ্যাপগুলো ফিল্টার করা হচ্ছে।