গ্রাহকদের স্মার্টফোন কেনার সুযোগ করে দিতে নির্মাতা প্রতিষ্ঠান অপো তাদের মিড-রেঞ্জ স্মার্টডিভাইস এ১৬ মডেলের দাম কমিয়েছে এক হাজার টাকা।
প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে জানায়, দাম কমানোর পর এখন ফোনটি পাওয়া যাচ্ছে ১৩ হাজার ৯৯০ টাকায়।
অপো বলছে, ফোনটিতে আছে এআই ট্রিপল ক্যামেরা, এইচডি ও আই কেয়ার ডিসপ্লে এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি।
ডিভাইসটিতে এআই ট্রিপল ক্যামেরা সেট-আপ রয়েছে। যার ১৩ মেগাপিক্সেল মেইন ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ও ২ মেগাপিক্সেল পোর্ট্রেট মোড। যারা ফটোগ্রাফি এবং এআই বিউটিফিকেশন পছন্দ করেন তাদের জন্য ফোনটিতে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে, যা ছবি তোলার সময় ব্যবহারকারীর ন্যাচারাল বিউটিকে তুলে ধরে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অপো এ-১৬ ফোনটিতে রয়েছে এইচডি ও আই-কেয়ার ডিসপ্লে। সুপার পাওয়ার সেভিং মোড ব্যবহার করে ব্যবহারকারী নির্বিঘ্নে ১.৮৪ ঘণ্টা কল টাইম উপভোগ করতে পারবেন।
ফোনটিতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী মিডিয়াটেক হেলিও জি৩৫ অক্টা-কোর প্রসেসর। ফোনটি বাজারে দু’টি রঙে পাওয়া যাচ্ছে। এগুলো হলো ক্রিস্টাল ব্ল্যাক ও পার্ল ব্লু।
অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ব্র্যান্ড ম্যানেজার লিউ ফেং বলেন, ‘অপো সবসময় ক্রেতাদের প্রাধান্য দেয়। বিশ্বজুড়ে মানুষ যখন অর্থনৈতিক সঙ্কটের মুখোমুখি হয়ে দিন পরিচালনা করছে, তখনই মানুষকে সাশ্রয়ী দামে ফোন কেনার সুযোগ করে দিতে ও তাদের চাহিদা পূরণে অপো এ১৬ মডেলের স্মার্টফোনের দাম কমিয়েছে।’