শব্দের চেয়ে বেশি গতিসম্পন্ন, ন্যাটো স্ট্যান্ডার্ড রাইফেলের বুলেটের থেকেও ১০ গুণ গতিতে ছুটে চলা একটি সুপারসনিক গ্রহাণু কাছ দিয়ে ঘেসে পৃথিবী অতিক্রম করতে যাচ্ছে ৬ সেপ্টেম্বর।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার অ্যাস্ট্রোয়েড ট্র্যাকার থেকে এমনটাই জানা গেছে।
গ্রহাণুটি জ্যোর্তিবিজ্ঞানীদের কাছে ২০২২ কিউসি৭ নামে পরিচিত। নাসা থেকে প্রাপ্ত তথ্যমতে, এটি খুব একটা বড় নয়, এর আনুমানিক পরিধি ১৬ থেকে ৩৬ মিটারের মধ্যেই। তবে এর গতি অত্যধিক, সেকেন্ডে ৯.১০ কিলোমিটার।
নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২২ কিউসি৭ গ্রহাণুটি পৃথিবীতে আঘাত করার কোনো সম্ভাবনা নেই। পৃথিবীকে এটি ৪৬ লাখ কিলোমিটার দূর দিয়ে অতিক্রম করবে। যেখানে পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব ৩ লাখ ৮৪ হাজার কিলোমিটার।
তবে গ্রহাণুটি যদি পৃথিবীতে আছড়ে পড়তো, তাও বিপজ্জনক কিছু হতো না।
ডেভিডসন ইনস্টিটিউট অফ সায়েন্সের এক গবেষণায় বলা হয়েছে, ১৪০ কিলোমিটার পরিধির কোনো গ্রহাণু যদি পৃথিবীতে আছড়ে পড়ে তা হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমা লিটলবয়ের থেকে ১ হাজার গুণ বেশি শক্তি নির্গত করবে। আর যদি তা ৩০০ মিটার চওড়া হয়, মুহূর্তেই একটি মহাদেশ ধ্বংস হয়ে যাবে।
এর আগে ১৮ জানুয়ারি ১ কিলোমিটারের বেশি পরিধি বিশিষ্ট গ্রহাণু ৭৪৮২ (১৯৯৪ পিসি১) ১২ লাখ ৩০ হাজার মাইল দূর দিয়ে অতিক্রম করে।