বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

যুক্তরাষ্ট্রে সরকারি সহায়তার গবেষণাপত্র পড়তে পারবে সবাই

  •    
  • ১ সেপ্টেম্বর, ২০২২ ১২:৩৫

গবেষকসহ নানা শ্রেণি-পেশার মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এমন পরিবর্তন আনা হচ্ছে। গবেষণাপত্র প্রকাশিত জার্নালগুলো গ্রাহক বা সাবস্ক্রাইবার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন উন্নত গবেষণাকেন্দ্রের পাঠাগারে সীমাবদ্ধ ছিল। এর বাইরে অন্যদের এসব গবেষণাপত্র দেখার বা পড়ার সুযোগ ছিল না।

যুক্তরাষ্ট্রে সরকারি সহায়তা ও করের অর্থে করা বৈজ্ঞানিক গবেষণাপত্র ২০২৫ সালে সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করা হবে। গুটিকয়েক মুনাফালোভী ও প্রভাবশালী প্রকাশকের মাধ্যমে প্রকাশিত এসব গবেষণাপত্র এতদিন শুধু বিশেষ শ্রেণির ব্যক্তিরাই পড়তে পারতেন।

গবেষকসহ নানা শ্রেণি-পেশার মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এমন পরিবর্তন আনা হচ্ছে। গবেষণাপত্র প্রকাশিত জার্নালগুলো গ্রাহক বা সাবস্ক্রাইবার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন উন্নত গবেষণাকেন্দ্রের পাঠাগারে সীমাবদ্ধ ছিল। এর বাইরে অন্যদের এসব গবেষণাপত্র দেখার বা পড়ার সুযোগ ছিল না।

ফেডারেল বিভাগ এবং সংস্থাগুলোর কাছে দেয়া স্মারকলিপিতে হোয়াইট হাউসের অফিস অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি পলিসি (ওএসটিপি) বলা হয়েছে, কর ও সরকারি অর্থে করা গবেষণাপত্রগুলো যুক্তরাষ্ট্রের নাগরিকরা যাতে বিনা মূল্যে পেতে পারেন সে ব্যবস্থা করতে হবে।

নতুন এই নির্দেশিকাটি ২০১৩ সালে তখনকার প্রেসিডেন্ট বারাক ওবামার সই করা নীতিমালার বর্ধিত রূপ বলে জানিয়েছেন অনেকে।

আগের নীতিমালায় বলা ছিল, গবেষণায় অর্থ সহায়তা দেয়া সংস্থাগুলোর উচিত হবে তারা যেন গবেষণাপত্রগুলো সব ধরনের মানুষের কাছে উন্মুক্ত করে দেয়। প্রকাশিত হওয়ার ১২ মাস পর সেগুলো উন্মুক্ত করে দেয়া উচিত।

ওএসটিপি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সব ধরনের সংস্থাগুলোকে এই নীতিমালা মেনে চলতে হবে এবং ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে ১২ মাসের নিষেধাজ্ঞার বিষয়টি বাদ দিয়ে তা কার্যকর করতে হবে।

সা্য়েন্স ম্যাগাজিনসহ বিভিন্ন বাণিজ্যিক প্রকাশনা সংস্থা জানিয়েছে, তাদের পরিচালন ব্যয়, প্রকাশনার খরচ ও গ্রাহক ধরে রাখতে হলে অবশ্যই গবেষণাপত্র প্রকাশের প্রথম ১২ মাস সেগুলো বিনা মূল্যে সবার জন্য উন্মুক্ত করে দেয়া উচিত হবে না। এমনটি হলে তারা অস্তিত্ব সংকটে পড়বে। তাদের বাণিজ্য পুরোপুরি বন্ধ হয়ে যাবে।

এ বিভাগের আরো খবর