দেশের বাজারে নতুন স্মার্টফোন আনছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান অপো। ‘এ’ সিরিজের ডিভাইসটিতে ডুয়াল স্টেরিও স্পিকার, শক্তিশালী ব্যাটারি, চমৎকার ডিজাইন, সাইড-মাউন্ডেট ফিঙ্গারপ্রিন্টসহ বিভিন্ন ধরনের ফ্ল্যাগশিপ লেভেলের ফিচার থাকছে।
এ সিরিজের নতুন এই ফোনে থাকবে ডুয়াল স্পিকার, যা ব্যাটারির কম শক্তি খরচে গুণগত মানের সাউন্ড ও ভলিউমের বিষয়টি নিশ্চিত করবে।
উন্নতমানের সাউন্ড কোয়ালিটি নিশ্চিত করতে ডিভাইসটিতে ডাইরাক ৩.০ (স্টেরিও কোয়ালিটি সাউন্ডের জন্য এ খাতের শীর্ষস্থানীয় সফটওয়্যার) স্টেরিও সাউন্ড কোয়ালিটি ব্যবহার করা হয়েছে, যা আশপাশের আওয়াজেও ক্লিয়ার (পরিষ্কার) সাউন্ডের বিষয়টি নিশ্চিত করে।
ব্যবহারকারীদের স্মার্টফোন ব্যবহারের উন্নত অভিজ্ঞতা দিতে এ ডিভাইসটিতে ৮ জিবি (৪+৪ জিবি) এক্সপেন্ডেড র্যাম সুবিধা রয়েছে। দীর্ঘসময় ধরে ঝামেলাহীনভাবে ফোন ব্যবহারের জন্য ডিভাইসটিতে ৫০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারিসহ ৩৩ ওয়াট সুপার-ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে।
সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টসহ স্ট্রেইট মিডল ফ্রেম পাঁচটি ফিঙ্গারপ্রিন্ট অপশনসহ দ্রুত ও স্বাচ্ছন্দ্যে ফোনটির লক খুলতে সাহায্য করবে।