বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স বৈশ্বিক স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংকের দ্বিতীয় প্রজন্মের স্যাটেলাইট চালুর ঘোষণা দিয়েছেন। যা দিয়ে যুক্তরাষ্ট্রে টি-মোবাইল ব্যবহারকারীরা মোবাইল ফোনগুলোতে স্টারলিংকের বিশেষায়িত অ্যান্টেনাযুক্ত রাউটার ছাড়াই উচ্চগতির ফাইভজি ইন্টারনেট ব্যবহার করতে পারবে।
ইলন মাস্ক এই দ্বিতীয় প্রজন্মের স্যাটেলাইটের বিষয়ে টুইটবার্তায় বলেছেন, এই স্যাটেলাইট প্রযুক্তিতে মোবাইলের ডেড জোন বলে কিছু থাকবে না, অর্থাৎ সব প্রান্তেই নেটওয়ার্ক থাকবে।
টি-মোবাইলের পক্ষ থেকেও স্পেসএক্সের সঙ্গে কাজ করার বিষয়টি এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।
একই সঙ্গে ইলন মাস্ক জানিয়েছেন, এই প্রিমিয়াম ইন্টারনেট সেবা টেসলার গাড়িতেও পাওয়া যাবে।
স্টারলিংক পৃথিবীর দ্রুত বিকাশমান বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর একটি, যাদের লক্ষ্য পৃথিবীর লো-অরবিটে থাকা স্যাটেলাইট থেকে বিশ্বব্যাপী লো লেটেন্সির ব্রডব্র্যান্ড ইন্টারনেট সেবা প্রদান করা। স্টারলিংক তার বিনিয়োগকারীদের জানিয়েছে, খুব শিগগিরই প্রতিষ্ঠানটি ১ ট্রিলিয়ন ডলারের বাজার তৈরিতে সক্ষম হবে।