দেশের প্রযুক্তিগত তথ্য-উপাত্তের নিরাপত্তা নিশ্চিত করতে ডিজিটাল ডাটা সিকিউরিটি অ্যাক্ট আসছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে রোববার দুপুরে এক মতবিনিময় সভা শেষে এ কথা বলেছেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ‘গত ১৩ বছরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ধাপে ধাপে শ্রমনির্ভর অর্থনীতি থেকে প্রযুক্তিনির্ভর, মেধানির্ভর ডিজিটাল অর্থনীতির দিকে যাচ্ছি।
‘ইতোমধ্যে ৮২ জন বিনিয়োগকারীকে সুযোগ দেয়া হয়েছে। এর মধ্যে দুটি ডেভেলপমেন্ট কোম্পানি। এরা মোট ৫৭০ কোটি টাকা বিনিয়োগ করেছে। এখানে বিনিয়োগকারীদের উদ্বুদ্ধ করতে কর মওকুফ এবং বিদেশে পণ্য রপ্তানিতে বিশেষ প্রণোদনা দেয়া হচ্ছে।’
বাংলাদেশ টেকনাসিটি লিমিটেড ও ফেলিসিটি আইডিসি লিমিটেডের আনুষ্ঠানিক উদ্বোধন ও বঙ্গবন্ধু হাইটেক সিটিতে বিনিয়োগকারীদের মতবিনিময় সভায় অংশ নিয়েছিলেন প্রতিমন্ত্রী পলক।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু হাইটেক সিটিতে আগামী পাঁচ বছরের মধ্যে আড়াই হাজার কোটি টাকা বিনিয়োগ হবে এবং ২০৩০ সালের মধ্যে ৫০ হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি হবে।’
অনুষ্ঠানে আয়োজকরা জানান, ব্যাংকসহ বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ডাটা সংরক্ষণের জন্য বেসরকারি উদ্যোগে ফেলিসিটি আইডিসি প্রথম প্রতিষ্ঠান। এ ছাড়া আইটি সেক্টরের নিরাপত্তা উৎকর্ষতায় এ প্রতিষ্ঠান কাজ করবে।