রিয়েলমির নাম্বার সিরিজের দুটি স্মার্টফোন রিয়েলমি ৯ প্রো ফাইভজি সিরিজের দুটি ফ্ল্যাগশিপ দেশের আউটলেটগুলোতে পাওয়া যাচ্ছে। সম্প্রতি বাংলাদেশের বাজারে রিয়েলমি ফোন দুটি উন্মোচন করেছে।
রিয়েলমি ৯ প্রো প্লাস ফাইভজি
রিয়েলমি ৯ প্রো প্লাস ফাইভজিতে প্রথম সনি আইএমএক্স৭৬৬ ওআইএস ফ্ল্যাগশিপ ক্যামেরা সেন্সর ও প্রোলাইট ইমেজিং দিয়েছে।
ফোনটিতে রয়েছে ৬.৪৩ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যাতে থাকছে ৯০ হার্টজের রিফ্রেশ রেট। ফোনটি ৭.৯৯ মিলিমিটার পুরু ও ১৮২ গ্রাম ওজনের। ডিভাইসটিতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ ফাইভজি প্রসেসর।
ডিভাইসটির অন্যান্য ফিচারের মধ্যে আছে ৬০ ওয়াট সুপার ডার্ট চার্জার, ভেপার চেম্বার কুলিং সিস্টেম, ডলবি অ্যাটমস ডুয়েল স্পিকার, ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক, এক্স-এক্সিস লিনিয়ার মোটর, ৫ জিবি ভার্চ্যুয়াল র্যাম, রিয়েলমি ইউআই ৩.০।
৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে অরোরা গ্রিন ও সানরাইজ ব্লু দুটি রঙে ৩৯ হাজার ৯৯০ টাকায়।
রিয়েলমি ৯ প্রো ফাইভজি
রিয়েলমি ৯ প্রো ফাইভজি ডিভাইসটিতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ ফুল এইচডি প্লাস ৬.৬০ ইঞ্চির আলট্রা স্মুথ ডিসপ্লে। অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ ফাইভজি প্রসেসর। ৬৪ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ও ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ৫০০০ এমএএইচের ৩৩ ওয়াটের ডার্ট চার্জার।
৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সুবিধার রিয়েলমি ৯ প্রো ফাইভজি পাওয়া যাচ্ছে ৩১ হাজার ৯৯০ টাকায়।
দারাজে ফ্ল্যাশ সেল
এ ছাড়া দারাজ ফ্ল্যাশ সেলে রিয়েলমি নারজো ৫০এ প্রাইম পাওয়া যাচ্ছে ১৫ হাজার ৪৯৯ টাকায়, সঙ্গে থাকছে অফিসিয়াল ওয়ারেন্টি ও নির্দিষ্ট ব্যাংক কার্ডে ইএমআই সুবিধা।