বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিটকয়েন বেচে দিলেও মাস্কের ডজকয়েন থাকবে

  •    
  • ২২ জুলাই, ২০২২ ১০:৩১

শুধু বিটকয়েনে বিনিয়োগ নয়, ইলন মাস্কের ডজকয়েনেও বিনিয়োগ রয়েছে এবং নিজেকে ডজফাদার হিসেবে দাবি করেন ইলন মাস্ক। টেসলা বিটকয়েন থেকে সরে আসলেও ইলন মাস্ক বলেছেন, তিনি ডজকয়েনকে সমর্থন দিয়ে যাবেন।

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের মালিকানাধীন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা তার কিনে রাখা বিটকয়েনের অধিকাংশই বিক্রি করে দিয়েছে। তবে কোনো ডজকয়েন বিক্রি করা হয়নি বলে জানিয়েছেন মাস্ক।

নিউজ এইটিনের প্রতিবেদনে বলা হয়েছে, টেসলা এক বিবৃতিতে জানিয়েছে, তাদের কাছে থাকা বিটকয়েনের ৭৫ শতাংশকে ফিয়াট কারেন্সিতে পরিণত করা হয়েছে।

টেসলার কাছে এখন ২১৮ মিলিয়ন ডলার মূল্যের বিটকয়েন রয়েছে।

গত বছর টেসলার বিটকয়েন কেনার ঘোষণার পরই এই ফ্লাগশিপ ক্রিপ্টোকারেন্সির দাম বৃদ্ধি পায়।

পরে বিটকয়েন মাইনিংয়ে পরিবেশের জন্য ক্ষতিকর প্রভাব থাকায় টেসলা কেনার ক্ষেত্রে বিটকয়েন ব্যবহার থেকে সরে আসে প্রতিষ্ঠানটি। সে সময় বিটকয়েনের দাম কমে যায়। পরে আবার দাম বৃদ্ধি পায়।

ইলন মাস্ক নিজেকে ডজফাদার হিসেবে দাবি করেন

গত বছর প্রতি বিটকয়েনের দাম ৬৯ হাজার ডলার গেলেও বর্তমানে এর মূল্য ২৩ হাজার ডলারের কাছাকাছি। বিটকয়েনের বর্তমান মার্কেট ক্যাপিং ৪৩৮.৬১ বিলিয়ন ডলার।

শুধু বিটকয়েনে বিনিয়োগ নয়, ইলন মাস্কের ডজকয়েনেও বিনিয়োগ রয়েছে এবং নিজেকে ডজফাদার হিসেবে দাবি করেন ইলন মাস্ক। টেসলা বিটকয়েন থেকে সরে আসলেও ইলন মাস্ক বলেছেন, তিনি ডজকয়েনকে সমর্থন দিয়ে যাবেন।

টেসলা কিছু পণ্যের ক্ষেত্রে জানুয়ারি মাস থেকে ডজকয়েনে কেনার সুযোগ দিয়েছে। বর্তমানে ডজকয়েনের দাম রয়েছে ৭ সেন্ট। বর্তমানে ডজকয়েনের মার্কেট ক্যাপিং রয়েছে ৯.২৩ বিলিয়ন ডলার।

মিমকয়েন হিসেবে যাত্রা শুরু করা ডজকয়েন ক্রিপ্টো মার্কেটে শীর্ষ তিনে উঠে আসে ইলন মাস্কের টুইটারের পর। সে সময় ৮০ সেন্টের কাছাকাছি দাম চলে যায় ডজকয়েনের। গত বছর ডজকয়েনকে তিনি চাঁদে পাঠানোরও ঘোষণা দেন।

সাটারডে নাইট লাইভে ইলন মাস্ক ডজকয়েনকে হ্যাসেল বলার পর তার দাম কিছুটা পড়ে যায়। ক্রিপ্টো মুদ্রার তালিকায় বর্তমানে এর অবস্থান ১০-এ।

এ বিভাগের আরো খবর