চীনের প্রযুক্তি জায়ান্ট বাইদুর উদ্ভাবিত স্বচালিত গাড়ির নতুন মডেল উন্মোচন করা হয়েছে। গাড়ি চালনায় ২০ বছরের অভিজ্ঞ চালকের সমান দক্ষতা রয়েছে স্বয়ংক্রিয় এই যানটির।
দেশটিতে বাইদুর স্বচালিত অ্যাপোলো আরটি৬ মডেলের গাড়িটি ট্যাক্সি সেবা ‘অ্যাপোলো গো’-এর সঙ্গে যুক্ত করা হবে।
এদিকে সড়ক ও যানবাহন নীতিমালা অনুযায়ী, নিরাপত্তার কথা বিবেচনা করে স্বচালিত গাড়িগুলোতে এখনও চালকের উপস্থিতি নিশ্চিত করতে হবে।
তবে বাইদু কর্তৃপক্ষ জানিয়েছে শিগগিরই আরটি৬-এর স্টিয়ারিং ও চালকের আসনটিতে অতিরিক্ত যাত্রী বসার ব্যবস্থা, ভেন্ডিং মেশিন অথবা গেমস সেট স্থাপন করা হবে।
প্রতিটি অ্যাপোলো আরটি৬-এর দাম হবে ২ লাখ ৫০ হাজার ইউয়ান বা ৩১ হাজার পাউন্ড। এটি আগের মডেলের তুলনায় অনেক কম।
কোম্পানিটির বার্ষিক প্রযুক্তি সম্মেলনে এর সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী রবিন লি জানিয়েছেন, ‘এই ব্যাপক মূল্যহ্রাসের ফলে চীনজুড়ে কয়েক হাজার এমন স্বয়ংক্রিয় যান বেশি বিক্রি হবে।’
তিনি বলেন, ‘আমরা এমন একটি ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি, যেখানে এমন রোবো-ট্যাক্সি চলবে যেগুলো বর্তমানের ট্যাক্সির চেয়ে অনেক কম খরচে চলাচল করবে।