ফটোগ্রাফি ও প্রযুক্তিপ্রেমী স্মার্ট ডিভাইস ব্যবহারকারীদের জীবনে নতুন মাত্রা যোগ করতে তিনটি নতুন ডিভাইস এনেছে রিয়েলমি।
মঙ্গলবার উন্মোচন করা ডিভাইসগুলো হলো রিয়েলমি ৯ প্রো প্লাস ফাইভজি, ৯ প্রো ফাইভজি এবং প্যাড মিনি।
৮ জিবি র্যাম ও ১২৮ জিবি রমসহ রিয়েলমি ৯ প্রো প্লাস ফাইভজি লাইট শিফট ডিজাইনের সানরাইজ ব্লু এবং অরোরা গ্রিন এই দুইটি রঙে পাওয়া যাবে। ফোনটির দাম ৩৯ হাজার ৯৯০ টাকা। এ ছাড়া রিয়েলমি ৯ প্রো ডিভাইসের দাম ৩১ হাজার ৯৯০ টাকা।
পাশাপাশি বুধবার বেলা ৩টায় দারাজের ফ্ল্যাশ সেল থেকে ৯ প্রো ফাইভজি সিরিজের এই দুটি ফোনই বিশেষ দামে কেনা যাবে।
এই প্রথম মিডরেঞ্জে সনি আইএমএক্স৭৬৬ ওআইএস ফ্ল্যাগশিপ ক্যামেরাসহ এলো রিয়েলমি ৯ প্রো প্লাস ফাইভজি। ফৌনটির ক্যামেরা সেন্সর ৬৮ পর্যন্ত বেশি আলো ধারণ করে ছবি তুলতে সক্ষম, যার মাধ্যমে ব্যবহারকারীরা আগের জেনারেশনের ফোনগুলোর তুলনায় এ স্মার্টফোনটি দিয়ে আরও উজ্জ্বল ছবি তুলতে পারবেন।
ফোনটিতে আরও থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ ফাইভজি প্রসেসর, যা ফ্ল্যাগশিপ ৬ ন্যনোমিটারের উন্নত ফাইভজি প্রসেসর।
গেইমিং করার ক্ষেত্রে এই প্রসেসর ব্যবহারকারীদের দেবে আগের জেনারেশনের ডাইমেনসিটি চিপের তুলনায় অনেক বেশি স্মুথ ও নিখুঁত পারফরম্যান্স। উন্নত মানের প্রসেসরের ফলে পারফরমেন্স পাওয়া যাবে মিড রেঞ্জে অন্যতম।
৭.৯৯ মিলিমিটার পুরুত্ব ও ১৮২ গ্রাম ওজনের রিয়েলমি ৯ প্রো প্লাস ফোনটি নাম্বার সিরিজের ফোনগুলোর মধ্যে সবচেয়ে স্লিম।
ফোনটিতে রয়েছে ৯০ হার্টজের সুপার অ্যামোলেড ডিসপ্লে, ৬০ ওয়াট সুপার ডার্ট চার্জিং, ভ্যাপর চেম্বার কুলিং প্লাস সিস্টেম, ডুয়েল স্টেরিও স্পিকার এবং গরিলা গ্লাস ৫ এর প্রকেটশন।
দারাজে বুধবার ফ্ল্যাশ সেলে বিশেষ মূল্যে ফোনটি পাওয়া যাবে ৩৬ হাজার ৭৯০ টাকায়।
অন্যদিকে, রিয়েলমি ৯ প্রো ফাইভজিতে রয়েছে এই সেগমেন্টের মধ্যে প্রথম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর, ১২০ হার্টজ আলট্রা স্মুথ ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ৬৪ মেগাপিক্সেল নাইটস্কেপ ক্যামেরা।
৫০০০ এমএএইচ বিশাল ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার। দারাজে ফ্ল্যাশ সেলে বুধবার ২৯ হাজার ৪৯০ টাকায় ফৌনটি কেনা যাবে।
অন্যদিকে রিয়েলমি প্যাড মিনিতে থাকছে এই প্রাইজ সেগমেন্টের মধ্যে সর্বপ্রথম ইউনিবডি ডিজাইন। ৮.৭ ইঞ্চি ও ৭.৬ মিলিমিটার আল্ট্রা-স্লিম ডিসপ্লে। ৬৪০০ এমএএইচ শক্তিশালী ব্যাটারির কারণে দেবে দীর্ঘ ব্যাকআপ।