বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দেশে ইনফিনিক্সের নতুন স্পিড মাস্টার নোট ১২

  •    
  • ১৯ জুন, ২০২২ ১৬:৫১

আল্ট্রা-স্লিক ডিজাইনে ফোর্স ব্ল্যাক, স্নোফল হোয়াইট ও জুয়েল ব্লু এই তিন রঙে পাওয়া যাবে ২১ জুন থেকে। এ ছাড়া রোববার থেকেই দারাজে পাওয়া যাচ্ছে ১৯ হাজার ৯৯৯ টাকায়।

চীনা স্মার্টফোন কোম্পানি ইনফিনিক্স নোট সিরিজের সবশেষ ও সর্বাধুনিক স্মার্টফোন ‘নোট ১২ জি৯৬’ স্মার্টফোন উন্মোচন করেছে।

ভার্চুয়ালি ফোনটি শনিবার উন্মোচন করেন ইনফিনিক্সের প্রডাক্ট অ্যাম্বাসেডর তাসকিন আহমেদ, ব্র্যান্ড অ্যাম্বাসেডর তানজিন তিশা এবং ইনফিনিক্স বাংলাদেশের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার ইফতেখার উদ্দিন সানি।

নোট ১২ জি৯৬ ডিভাইসটিকে বলা হচ্ছে স্পিড মাস্টার। ডিভাইসের অত্যাধুনিক ফিচারগুলো স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা বহুগুণে বাড়িয়ে দেবে বলে বলছে ব্র্যান্ডটি।

ইনফিনিক্স নোট ১২ ফোনে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৯৬ ফ্ল্যাগশিপ প্রসেসর, ৬.৭ ইঞ্চি এফএইচডি+ অ্যামোলেড ডিসপ্লে।

ফোনটি গ্রাহকদের দেবে নেক্সট-লেভেল গেমিং এক্সপেরিয়েন্স এবং চমৎকার গতিশীল পারফরম্যান্স।

ডিভাইসটিতে রয়েছে মেমোরি ফিউশন টেকনোলজি, ফলে ফোনের ৮ জিবি র‌্যামকে সহজেই সর্বোচ্চ ১৩ জিবি পর্যন্ত বাড়ানো যায়।

এ ছাড়া ফোনে রয়েছে ৩৩ ওয়াট ফ্ল্যাশ চার্জিং ৫০০০ এমএএইচ ব্যাটারি। ব্যাটারির রয়েছে সর্বোচ্চ ৮০০ চার্জ সাইকেল কাউন্ট, বারাবার ব্যবহারেও ডিভাইসের ব্যাটারি লাইফে অবনমন ঘটে না।

স্মার্টফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেল ট্রিপল আল্ট্রা-নাইট ক্যামেরা সেট-আপ; এতে মৃদু আলোতেও নিখুঁতভাবে ছবি তোলা যায়। ফোনে আরও থাকছে ১০৮০ পিক্সেল এবং ৩০ এফপিএস এ ব্লারিং ফিচারে ভিডিও ধারণের সুবিধা।

আল্ট্রা-স্লিক ডিজাইনে ফোর্স ব্ল্যাক, স্নোফল হোয়াইট ও জুয়েল ব্লু এই তিন রঙে পাওয়া যাবে ২১ জুন থেকে। এ ছাড়া রোববার থেকেই দারাজে পাওয়া যাচ্ছে ১৯ হাজার ৯৯৯ টাকায়।

এ বিভাগের আরো খবর