দেশের বাজারে এফ২১ প্রো ফাইভজি ডিভাইসটি উন্মোচনের ঘোষণা দিয়েছে চীনা মোবাইল ব্র্যান্ড অপো। নতুন ফাইভজি ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে আল্ট্রা-থিন ফ্ল্যাট এজ রেট্রো ডিজাইন এবং ডুয়াল অরবিট লাইটস।
অনলাইনে এক অনুষ্ঠানের মাধ্যমে উন্মোচনের ঘোষণা দেয়া ডিভাইসটিতে রয়েছে, বোকেহ ফ্লেয়ার পোর্ট্রেট ও সেলফি এইচডিআর ইমেজ ফিচার। রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ ফাইভজি ৬ ন্যানোমিটার মোবাইল প্ল্যাটফর্ম।
এফ সিরিজের স্লিক ও কমপ্যাক্ট ডিজাইনের ধারাবাহিকতায় এফ২১ প্রো ফাইভজি ডিভাইসে আল্ট্রা-থিন ফ্ল্যাট এজ রেট্রো ডিজাইন রয়েছে। ডিভাইসটি দুটি ভিন্ন রঙে- রেইনবো স্পেকট্রাম ও কসমিক ব্ল্যাকে পাওয়া যাচ্ছে।
এফ২১ প্রো ফাইভজি ডিভাইসটিতে অপোর ডুয়াল অরবিট লাইট নিয়ে আসা হয়েছে, যা দুটি মেইন ক্যামেরার পিছনে সুন্দরভাবে একত্রিত।
ডিভাইসটি ভিওএলটিই বা ভয়েস ওভার এলটিই প্রযুক্তি রয়েছে, ফলে এটি ব্যবহারকারীরা ভয়েস কোয়ালিটির ক্ষেত্রে কোনো সমস্যার মুখোমুখি হবেন না; বরং নেটওয়ার্কের মাধ্যমে তারা একই সাথে ভয়েস এবং ডেটা সেন্ড করতে পারবেন।
এফ২১ প্রো ফাইভজি ডিভাইসে ৬৪ মেগাপিক্সেল হাই-রেজ্যুলেশনের মেইন ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা, ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা ও ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
এ ছাড়া ডিভাইসটিতে রয়েছে বেশ কিছু অসাধারণ ইমেজিং ফিচার। ডিভাইসটিতে বোকেহ ফ্লেয়ার পোর্ট্রেট রয়েছে, এর সাহায্যে ব্যবহারকারীরা হাই-এন্ড ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তুলতে পারবেন। মৃদু আলো ও ব্যাকলিট পরিবেশে ডিভাইসটির সেলফি এইচডিআর প্রযুক্তি স্পষ্ট ছবি তুলতে পারে।
ফোনটিতে রয়েছে ৬০ হার্টজ রিফ্রেশ রেটসহ ৬.৪ ইঞ্চি পাঞ্চ হোল অ্যামোলেড এফএইচডি+ডিসপ্লে, যা ব্যবহারকারীদের কনটেন্ট উপভোগের চমৎকার অভিজ্ঞতা দেবে। ডিভাইসটিতে রয়েছে ৪৫০০ এমএএইচ ব্যাটারি সুবিধা ও ৩৩ ওয়াট সুপাভোক ফ্ল্যাশ চার্জিং। এই চার্জারে ৩৩ মিনিটে ডিভাইসটি ফুল চার্জ দেয়া যাবে।
এফ২১ প্রো ফাইভজিতে ৮ জিবি র্যাম ও ১২৮ রম রয়েছে।
কালারওএস ১২ এয়ার জেসচার ব্যবহারকারীদের ফোন কলের উত্তর, মিউট কল ও হাতে রেখে পেজ স্ক্রল করতে সাহায্য করবে। এফ২১ প্রো ফাইভজি ডিভাইসটির দাম ৩৭ হাজার ৯৯০ টাকা। ডিভাইসটি প্রি-অর্ডার শুরু হয়েছে বৃহস্পতিবার ফার্স্ট সেল শুরু হবে ৮ জুন।