বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পদ ছাড়ছেন মেটার সিওও স্যান্ডবার্গ

  •    
  • ২ জুন, ২০২২ ১৪:১৯

স্যান্ডবার্গের সিওওর দায়িত্ব পালনের সময় ফেসবুকের ব্যাপক প্রসার ঘটলেও একই সঙ্গে ভুল তথ্য, ক্ষতিকর উপাদান, জাতিবিদ্বেষগত বিষয়গুলোর বিস্তার ঠেকাতে ফেসবুকের ব্যর্থতা নিয়েও সমালোচনা হয়েছে। গত তিন বছরে গ্রাহকের গোপনীয়তা-সংক্রান্ত বিষয়ে প্রতিষ্ঠানের সিইওকে একাধিকবার কংগ্রেসের মুখোমুখি হতে হয়েছে।

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান পরিচালন কর্মকর্তার (সিওও) পদ থেকে সরে যাচ্ছেন শেরিল স্যান্ডবার্গ।

স্যান্ডবার্গ ২০০৮ সালের ফেসবুকের একেবারে প্রথম দিকে এর সহপ্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের ডেপুটি হিসেবে ফেসবুকে যোগদান করেন এবং প্রযুক্তি শিল্পে ফেসবুককে বিজ্ঞাপনবান্ধব একটি শক্তিশালী কোম্পানিতে পরিণত হতে সাহায্য করে। তার দায়িত্ব পালনের মধ্যেই কোম্পানিটির মার্কেট ক্যাপিং ১ ট্রিলিয়ন ডলার অতিক্রম করে।

তার স্থলাভিষিক্ত হচ্ছেন জাভিয়ান অলিভান, যিনি মেটার প্রধান বৃদ্ধি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। এই শরতেই তিনি প্রতিষ্ঠানটির সিওও হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।

স্যান্ডবার্গ গত সপ্তাহেই দায়িত্ব ছাড়ার বিষয়ে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গকে বিষয়টি জানিয়েছিলেন। তবে তিনি সিওও পদ ছাড়লেও মেটার পরিচালনা পর্ষদে কাজ চালিয়ে যাবেন।

জাকারবার্গ এক ফেসবুক পোস্টে বলেন, ‘আমি আমাদের বিদ্যমান কাঠামোতে শেরিলের ভূমিকা প্রতিস্থাপন করার পরিকল্পনা করছি না। আমি মনে করি না এটি করা সম্ভব হবে। কারণ তিনি একজন সুপারস্টার, যিনি সিওওর ভূমিকায়ে নিজের অনন্য উপায়ে সংজ্ঞায়িত করেছেন।’

স্যান্ডবার্গের সিওওর দায়িত্ব পালনের সময় ফেসবুকের ব্যাপক প্রসার ঘটলেও একই সঙ্গে ভুল তথ্য, ক্ষতিকর উপাদান, জাতিবিদ্বেষগত বিষয়গুলোর বিস্তার ঠেকাতে ফেসবুকের ব্যর্থতা নিয়েও সমালোচনা হয়েছে। গত তিন বছরে গ্রাহকের গোপনীয়তা-সংক্রান্ত বিষয়ে প্রতিষ্ঠানের সিইওকে একাধিকবার কংগ্রেসের মুখোমুখি হতে হয়েছে। যদিও স্যান্ডবার্গ সে সময় স্পটলাইট থেকে দূরেই ছিলেন।

ফেসবুকে যোগদানের আগে স্যান্ডবার্গ ক্লিনটন প্রশাসনের ট্রেজারি বিভাগে কর্মরত ছিলেন। এ ছাড়া গুগলেও তিনি দীর্ঘ সময় কাজ করেছিলেন।

এ বিভাগের আরো খবর