ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন ওয়াই০১ উন্মোচন করেছে ভিভো।
ফোনটিতে রয়েছে ৬ দশমিক ৫১ ইঞ্চির হেলিও ফুলভিউ ডিসপ্লে ও শক্তিশালী ৫০০০ এমএএইচের ব্যাটারি। ফোনের ওজন ১৭৮ গ্রাম।
ভিভো ওয়াই০১ ফেইস ওয়েক আনলক ফিচারে চেহারা শনাক্ত করে ফোনটি আনলক করা যাবে।
হেলিও পি৩৫ প্রসেসরের সঙ্গে দেয়া হয়েছে ২ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ।
ওয়াই০১ স্মার্টফোনটিতে রয়েছে ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
এলিগেন্ট ব্ল্যাক ও স্যাফায়ার ব্লু রঙের স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে ৯ হাজার ৯৯০ টাকায়।
ভিভো বাংলাদেশের প্রোডাক্ট ডিরেক্টর ডেভিড লি বলেন, ‘ভিভো সবসময় ক্রেতাদের চাহিদা মাথায় রেখে নিত্যনতুন উদ্ভাবনী পণ্য নিয়ে আসার চেষ্টা করে। সাশ্রয়ী মুল্যে আকর্ষণীয় ফিচারের অল-রাউন্ডার ডিভাইসগুলোর চাহিদা সব সময়ই বেশি। ওয়াই০১ বাজারে আনার মাধ্যমে আমরা আমাদের ক্রেতাদের জন্য সেবার পরিসর আরও বিস্তৃত করছি।’