বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দেশে এসার ল্যাপটপ অ্যাসপায়ার ভেরো

  •    
  • ১১ মে, ২০২২ ২১:০৮

ল্যাপটপ ডিভাইসের চেসিস ও স্ক্রিন বেজেলে ৩০ শতাংশ এবং কি-ক্যাপগুলোতে ৫০ শতাংশ পিসিআর প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, ফলে পরিবেশে কার্বন নির্গমন ২১ শতাংশ পর্যন্ত কমবে । 

গ্লোবাল পিসি ব্র্যান্ড এসার বাংলাদেশে তাদের গ্রিন ও টেকসই ল্যাপটপ এসার অ্যাসপায়ার ভেরো উন্মোচন করেছে। অ্যাসপায়ার ভেরো এমন একটি গ্রিন ও অগ্রগামী ল্যাপটপ যা সৃজনশীল টেকসই ডিজাইনে তৈরি।

রিসাইকেল উপকরণ থেকে তৈরি, পরিবেশবান্ধব এই অ্যাসপায়ার ভেরো ল্যাপটপ ইলেকট্রনিক পণ্য পরিবেশগত মূল্যায়ন টুল রেজিস্টারড।

ল্যাপটপ ডিভাইসের চেসিস ও স্ক্রিন বেজেলে ৩০ শতাংশ এবং কি-ক্যাপগুলোতে ৫০ শতাংশ পিসিআর প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, ফলে পরিবেশে কার্বন নির্গমন ২১ শতাংশ পর্যন্ত কমবে ।

ল্যাপটপটি মানব গ্রহের প্রয়োজনের সাথে মানিয়ে নেয়ার জন্য ডিজাইন করা হয়েছে, অপ্রয়োজনীয় বর্জ্য কমাতে আপগ্রেড করা সহজ। এর সিগনেচার কি ‘আর’ এবং ‘ই’ প্রতিধ্বনিত হয় রিডিউস, রিইউস এবং রিসাইকেল।

ল্যাপটপটির শক্তি কার্যকারিতা নিয়ন্ত্রণ, কার্বন গণনা, বৈদ্যুতিক বিল কমাতে ভেরোসেন্স নামে ইনবিল্ট অ্যাপ রয়েছে। ইকো-মাইন্ডেড ব্যবহারকারীদের জন্য এটি নিয়ে এসেছে শক্তি-সঞ্চয় ব্যাটারির আয়ু বাড়ানোর সুবিধা।

অ্যাপ্লিকেশনটি ব্যবহারকারীদের চারটি কর্মক্ষমতা বেছে নেয়ার মোডও দেয়া হয়েছে। পারফরম্যান্স, ব্যালেন্সড, ইকো এবং ইকো প্লাস।

উন্মোচন অনুষ্ঠানে এসার ইন্ডিয়া ও বাংলাদেশের প্রেসিডেন্ট এবং ম্যানেজিং ডিরেক্টর হারিশ কোহলি বলেন, ‘অ্যাসপায়ার ভেরোর উদ্যোগে আমরা বাংলাদেশে গ্রিন ও টেকসই প্রচেষ্টা চালু করতে পেরে আনন্দিত। এটি স্টাইলিশ কম্পিউটারের চেয়েও বেশি, অ্যাসপায়ার ভেরো এসারের টেকসই অপারেশন প্রতিশ্রুতির একটি বাস্তব বহিঃপ্রকাশও।’

এসার অ্যাসপায়ার ভেরো মডেলে পাওয়া যাবে ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি (১৯২০*১০৮০ পিক্সেল) আইপিএস এলইডি ব্যাকলিট এলসিডি ডিসপ্লে।

এটি একটি ন্যারো বেজেল ডিজাইন যার স্ক্রিন-টু-বডি অনুপাত ৮১.৪২ শতাংশ।

অ্যাসপায়ার ভেরো ১০০ শতাংশ পুনর্ব্যবহারযোগ্য প্যাকেজিংয়ের সঙ্গে আসে যা বক্সের বিষয়বস্তুর অংশকে সম্পূর্ণরূপে কার্যকরী ল্যাপটপ স্ট্যান্ডে রূপান্তরিত করতে পারে।

এ বিভাগের আরো খবর