পৃথিবী আর সূর্যের মাঝখানে চাঁদ চলে এলে হয় সূর্যগ্রহণ। কিন্তু মঙ্গলগ্রহে সূর্যগ্রহণ হয় কিভাবে?
সোজা উত্তরটি হলো মঙ্গলগ্রহ আর সূর্যের মাঝখানে মঙ্গলের কোনো উপগ্রহ চলে এলে তবেই ওই লাল গ্রহটিতেও হয় সূর্যগ্রহণ।
গত ২০ এপ্রিল বিরল এমন একটি সূর্যগ্রহণের ভিডিও প্রকাশ করেছে আমেরিকার মহাকাশ সংস্থা নাসা।
সিএনএনের বরাতে জানা গেছে, মঙ্গলগ্রহে অবস্থান করা মহাকাশ সংস্থা নাসার রোভার পারসিভারেন্স বিরল ওই ভিডিওটি পৃথিবীতে পাঠিয়েছে।
মঙ্গলগ্রহের দুটি উপগ্রহ। ফোবোস ও ডিমোস। মঙ্গলের সাম্প্রতিক সূর্যগ্রহণটি অনুষ্ঠিত হয়েছে মূলত ফোবোসের কারণে। পারসিভারেন্স রোভারে থাকা শক্তিশালী ক্যামেরায় তা স্পষ্ট দেখা গেছে।
ভিডিওতে দেখা যায়, আলুর মতো এবড়োখেবড়ো দেখতে ফোবোস উপগ্রহটি সূর্যের এপাশ থেকে ওপাশ অতিক্রম করছে। পারসিভারেন্সে থাকা নেক্সট জেনারেশন ‘মাস্টক্যাম-জেট’ ক্যামেরা দিয়ে এই ভিডিও ধারণ করা হয়েছিল রোভারটির ৩৯৭তম মার্সিয়ান ডে-তে।
নাসার জেপিএল ল্যাবরেটরির বরাতে জানা যায়, মঙ্গলগ্রহে সূর্যগ্রহণটি মাত্র ৪০ সেকেন্ডের মতো স্থায়ী হয়েছিল। আর ফোবোস উপগ্রহটি পৃথিবীর চাঁদের তুলনায় অনেক ছোট হওয়ায় তা সূর্যটিকে সম্পূর্ণ ঢেকে দিতে পারেনি।