বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চাঁদ ও ৪ গ্রহ এক কাতারে

  •    
  • ২১ এপ্রিল, ২০২২ ২১:২০

সূর্যোদয়ের ১ ঘণ্টা থেকে ৪৫ মিনিট আগে উত্তর গোলার্ধে গ্রহগুলো সহজেই দেখা যাবে। চাঁদ ২৯ এপ্রিল পর্যন্ত সারির ওপরে থাকবে। চারটি গ্রহ জুলাইয়ের শুরু পর্যন্ত তাদের মহাজাগতিক রেখায় অবস্থান করবে।

গ্রহদের নিয়ে প্যারেডের জন্য প্রস্তুত হচ্ছে চাঁদ। উত্তর গোলার্ধের দিগন্তে ২৩ এপ্রিল দৃশ্যমান হবে মহাজাগতিক এই দৃশ্য।

সৌরজগতের দৃশ্যমান পাঁচ গ্রহের মধ্যে শনি, মঙ্গল, শুক্র এবং বৃহস্পতি ইতোমধ্যে চাঁদের পেছনে সারিবদ্ধভাবে অবস্থান নিয়েছে। মা হাঁসের পেছনে বাচ্চারা যেভাবে হাঁটে, দৃশ্যটা অনেকটা সে রকম। জুনের মাঝামাঝি যোগ দেবে বুধ।

কখন গ্রহগুলো সারিবদ্ধ হয়

একটা নির্দিষ্ট সময় পর গ্রহগুলোর কক্ষপথ আকাশের একটি অঞ্চলে চলে আসে। তখন পৃথিবী থেকে এগুলোকে দেখা যায়।

গ্রহগুলো এমন আচরণ অস্বাভাবিক কিছু না। তবে এগুলো নিয়মিত ঘটনাও না। শেষবার এই দৃশ্য দেখা গিয়েছিল ২০২০ সালে। তার আগে ২০১৬ এবং ২০০৫ সালে সারিবদ্ধ হয়েছিল গ্রহগুলো।

গ্রহগুলোর সারিবদ্ধ হতে বেশ সময় লাগে। শুক্র, মঙ্গল এবং শনি মার্চের শেষ থেকে রাতের আকাশের প্রতিবেশী। ৪ ও ৫ এপ্রিল এগুলো খুব কাছাকাছি হয়ে গিয়েছিল। পৃথিবী থেকে দেখা গিয়েছিল তাদের। দক্ষিণ-পূর্ব অঞ্চলের ভোরের আকাশে মঙ্গল ও শনিকে দেখা গিয়েছিল চাঁদের ব্যাসের চেয়ে কম দূরত্বে।

মধ্য এপ্রিলে শুক্র, মঙ্গল ও শনির কাছাকাছি থাকবে বৃহস্পতি। শনির ডান পাশে ২৩ এপ্রিল অবস্থান করবে চাঁদ। এ সময় একটি কমলা বিন্দুর মতো দেখা যাবে মঙ্গলকে, শনির ঠিক বাঁয়ে। মঙ্গলের বাঁয়ে উজ্জ্বল হয়ে থাকবে শুক্র। নিচের দিকে সবচেয়ে বাঁয়ে দেখা যাবে বৃহস্পতিকে।

আমেরিকার শিকাগোর অ্যাডলার প্ল্যানেটেরিয়ামের পাবলিক অবজারভেটরির পরিচালক মিশেল নিকোলস বলেন, ‘উজ্জ্বলতার ভিত্তিতে নক্ষত্র থেকে আলাদা করা যায় গ্রহকে। নক্ষত্র ঝিকমিক করে, গ্রহগুলো না।’

দেখা যাবে কখন?

সূর্যোদয়ের ১ ঘণ্টা থেকে ৪৫ মিনিট আগে উত্তর গোলার্ধে গ্রহগুলো সহজেই দেখা যাবে। চাঁদ ২৯ এপ্রিল পর্যন্ত সারির ওপরে থাকবে। তবে চারটি গ্রহ জুলাইয়ের শুরু পর্যন্ত তাদের মহাজাগতিক রেখায় অবস্থান করবে। সমতল অবস্থায় ১০ জুন থেকে এই রেখায় দেখা যাবে বুধকে।

মিশেল নিকোলস বলেন, ‘গ্রহগুলোকে পূর্ব থেকে দক্ষিণে এগিয়ে যেতে দেখা যাবে। জুনের শেষ দিকে সবচেয়ে স্পষ্ট দেখা যাবে পাঁচ গ্রহকে।’

সারিবদ্ধকরণের সময় ইউরেনাস ও নেপচুন অবস্থান করবে উত্তর গোলার্ধে। ইউরেনাস থাকবে বুধ ও মঙ্গল গ্রহের মাঝখানে। আকাশ পরিষ্কার থাকলে এই দৃশ্য দেখা যাবে।

নিকোলস বলেন, ‘নিকষ অন্ধকারে খালি চোখেই দেখা যেতে পারে এদের। দুরবিন থাকলে দৃশ্যটা আরও স্পষ্ট হবে। টেলিস্কোপ ছাড়া নেপচুনকে দেখা যাবে না। গ্রহ দেখার এটি একটি দুর্দান্ত সময় হবে।’

এ বিভাগের আরো খবর