বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

২৫ কোটির এনএফটি কিনে মাথায় হাত

  •    
  • ২১ এপ্রিল, ২০২২ ১০:৩০

ইরানি বংশোদ্ভূত সিনা এস্তাভি বৈশ্বিকভাবে আলোচনায় আসেন গত বছরের মার্চে, যখন তিনি টুইটার প্রতিষ্ঠাতা জ্যাক ডরসির করা প্রথম টুইটের এনএফটি ২.৯ মিলিয়ন ডলার (প্রায় ২৫ কোটি টাকা) দিয়ে কেনেন। অথচ এখন তার দাম ৬ হাজার ৮০০ ডলার।

অনলাইন জগতে চলছে ক্রিপ্টোকারেন্সি ও এনএফটির জোয়ার। অনেকেই এখান থেকে লাভ করছেন, আবার অনেকেই না বুঝেই খোয়াচ্ছেন সর্বস্ব। সংগ্রহের উদ্দেশে নয়, যারা ব্যাবসায়িক কারণে এনএফটি কিনছেন, তাদের অনেকেই বেচার ক্ষেত্রে কেনা মূল্যের দামটিও পাচ্ছেন না।

ঠিক এমনই পরিস্থিতিতে পড়েছেন ক্রিপ্টো উদ্যোক্তা সিনা এস্তাভি।

ইরানি বংশোদ্ভূত সিনা এস্তাভি বৈশ্বিকভাবে আলোচনায় আসেন গত বছরের মার্চে, যখন তিনি টুইটার প্রতিষ্ঠাতা জ্যাক ডরসির করা প্রথম টুইটের এনএফটি ২.৯ মিলিয়ন ডলার (প্রায় ২৫ কোটি টাকা) ডলার দিয়ে কেনেন। সে সময় গুটিকয়েক ব্যয়বহুল এনএফটির মধ্যে ডরসির টুইটও ছিল।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, এবার পুনরায় ডরসির টুইট বিক্রির চেষ্টা করতে গিয়ে দেখেন এর দাম উঠেছে মাত্র ৬ হাজার ৮০০ ডলার।

ইস্তাভি জনপ্রিয় এনএফটি মার্কেটপ্লেস ওপেনসিতে বিক্রির জন্য রেখেছিলেন। প্রাথমিকভাবে তিনি ৪৮ মিলিয়ন ডলার প্রত্যাশা করেছিলেন।

কিন্তু দেখা গেছে, প্রথম সপ্তাহে এর দাম হাজার ডলারেও পৌঁছায়নি এমনকি সর্বোচ্চ দাম উঠে মাত্র ৬ হাজার ৮০০ ডলার।

তবে স্তাভি রয়টার্সকে বলেছেন, তিনি নিশ্চিত নন। এই এনএফটি তিনি বেচবেন কি না।

যদিও ৬ এপ্রিল একটি টুইটে এনএফটি বেচার ঘোষণা দেয়ার সময় তিনি বলেছিলেন, টুইটার এনএফটির দামের অর্ধেক তিনি দাতব্য প্রতিষ্ঠানে দেবেন। আশা করেছিলেন, এই সংখ্যাটা হবে ২৫ মিলিয়ন ডলার। অথচ এর দাম ৭ হাজার ডলারও ওঠেনি।

এনএফটি কী?

এনএফটির পূর্ণরূপ ‘নন ফাঞ্জিবল টোকেন’। ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে ইমিউটেবল লেজারে যুক্ত হওয়ায় এনএফটি যেকোনো ডিজিটাল অ্যাসেটের ওপর একজন ব্যক্তির নিরঙ্কুশ মালিকানা দেয়।

ইমিউটেবল লেজার বলতে বোঝায় অপরিবর্তনীয় লেজার। এতে কোনো ধরনের পরিবর্তন ঘটানো প্রায় অসম্ভব। এই পদ্ধতিতে ডিজিটাল আর্টকে কপি করা অসম্ভব হয়ে যায়। আপনি অবশ্যই কোনো কিছু নকল করতে পারেন, তবে সেটি আর যাই হোক, পুরোপুরি আগেরটির মতো হবে না।

উদাহরণ হিসেবে বলা যায়, লিওনার্দো দ্য ভিঞ্চির দ্য লাস্ট সাপারের হুবহু নকল একটি ছবি কেনা যেতে পারে। তবে তা আর যা-ই হোক, লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা মূল ছবিটি হবে না। সত্যিকার দ্য লাস্ট সাপারের দামও নকলের সমান হবে না।

ঠিক তেমনি যখন একটি ডিজিটাল আর্টকে এনএফটি করা হয়, তখন সেটি একটি টোকেনে কনভার্ট হয়ে যায়। এরপর সেই ডিজিটাল আর্টে যদি এক মেগাপিক্সেলও পরিবর্তন করা হয়ে থাকে, সেটির টোকেন বদলে যাবে। কখনোই তা আগেরটির সঙ্গে মিলবে না।

এনএফটি হচ্ছে একটি দলিলের মতো। এটি ডিজিটাল দুনিয়ার যেকোনো কনটেন্টের ওপর ব্যক্তির মালিকানা প্রতিষ্ঠিত করে। ভিঞ্চির আঁকা ছবি নিয়ে কেউ জালিয়াতি করতে পারে, কিন্তু এনএফটি নিয়ে জালিয়াতি অসম্ভব।

এককথায় এনএফটি হলো এমন একটি সম্পদ, যা ডিজিটাল দুনিয়ায় একটিই আছে। এটি অন্যান্য সম্পদের মতোই কেনাবেচা করা সম্ভব।

এ বিভাগের আরো খবর