বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কোকা-কোলা, ফলের রসে ভুয়া করোনা পজিটিভ

  •    
  • ৩ জুলাই, ২০২১ ১৫:৪২

প্রথমে কোকা-কোলা ও কমলার রসের বোতল খুলে তাতে কয়েক ফোঁটা থুতু বা শ্লেষ্মা মেশানো হয়েছে এবং এলএফডি টেস্ট কিটে নেয়া হয়েছে। কয়েক মিনিট পর দুটি কিটেই দুটি রঙিন রেখা দেখা গেছে, যার অর্থ করোনা পজিটিভ।

স্কুল ফাঁকি দেয়ার উপায় হিসেবে নিজেদের করোনাভাইরাস পজিটিভ দেখাচ্ছে অনেক শিশু। অবিশ্বাস্য শোনালেও সত্যিই এমন ঘটনা ঘটেছে যুক্তরাজ্যের কয়েকটি স্কুলে।

হোম অফ দ্য ডেইলি অ্যান্ড সানডে এক্সপ্রেসের গত সপ্তাহের এক প্রতিবেদনে জানানো হয়, কোমল পানীয় আর ফলের রস ব্যবহার করে কৃত্রিমভাবে নিজেদের করোনাভাইরাস পজিটিভ দেখাচ্ছে শিশুরা।

কীভাবে এটি করা সম্ভব, টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ভিডিও করেও দেখিয়েছে অনেকে।

লিভারপুলের বেলি ভ্যাল এলাকায় গ্যাটিক্রে স্কুল কর্তৃপক্ষ গত সপ্তাহে সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের স্কুলে যেতে নিষেধ করে। এর কারণ হিসেবে বলা হয়, কিছু শিক্ষার্থী করোনা পজিটিভ হওয়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ওই শিক্ষার্থীরা ফলের রস ব্যবহার করে ‘ফলস নেগেটিভ’ দেখিয়েছে, এমন প্রমাণ না থাকলেও সারা দেশে বিষয়টি নিয়ে গুঞ্জনের কারণে অভিভাবকদের সতর্ক করেছে স্কুল কর্তৃপক্ষ।

ই-মেইলে পাঠানো বিবৃতিতে লেখা ছিল, ‘দেশের বিভিন্ন অঞ্চলে কিছু স্কুলশিক্ষার্থী কমলাসহ বিভিন্ন ফলের রসে ড্রপলেট মিশিয়ে নমুনা দিয়ে করোনা শনাক্তকরণ পরীক্ষায় ফলস পজিটিভ দেখিয়েছে। এ অবস্থায় নিজ নিজ সন্তানের বিষয়ে সতর্ক থাকুন; সন্তানদের উপসর্গ দেখা দিলে অবশ্যই পিসিআর টেস্ট করান।’

‘ল্যাটেরাল ফ্লো ডিভাইস’ বা এলএফডি টেস্টে ফলস করোনা পজিটিভ আসছে বলে খবর ছড়িয়েছে। র‍্যাপিড করোনা টেস্টেরই একটি ধরন এই এলএফডি।

কিন্তু কোমল পানীয় বা ফলের রস ব্যবহার করে কি আসলেই এ পদ্ধতিতে ফলস করোনা পজিটিভ দেখানো সম্ভব?

সায়েন্স অ্যালার্টের প্রতিবেদনে জানানো হয়েছে, সম্ভব।

বিষয়টি পরীক্ষা করে দেখতে প্রথমে কোকা-কোলা ও কমলার রসের বোতল খুলে তাতে কয়েক ফোঁটা থুতু বা শ্লেষ্মা মেশানো হয়েছে এবং এলএফডি টেস্ট কিটে নেয়া হয়েছে। কয়েক মিনিট পর দুটি কিটেই দুটি রঙিন রেখা দেখা গেছে, যার অর্থ করোনা পজিটিভ।

এলএফডি টেস্ট কিটে থাকা কাগজসদৃশ উপকরণ নাইট্রোসেলুলোজ আর টি-লাইনের নিচে প্লাস্টিক কেসিংয়ে লুকোনো লাল রঙের ছোট্ট প্যাডে লুকিয়ে আছে এর ব্যাখ্যা।

লাল রঙের প্যাড করোনাভাইরাসের অ্যান্টিবডি শুষে নেয়। অর্থাৎ নমুনায় অ্যান্টিবডি থাকলে কিটের লাল রঙের প্যাডের মাধ্যমে তা স্পষ্ট হয়ে উঠবে।

ধারণা করা হচ্ছে, এই লাল প্যাডটি সোনালি বা হলুদ রঙের ক্ষুদ্র কণাও শুষে নিতে সক্ষম। এর ফলে রঙিন পানীয়ের সংস্পর্শে এলেও এলএফডি টেস্ট কিটে লাল রঙের রেখা ভেসে ওঠে, যা আপাততদৃষ্টিতে করোনা পজিটিভ বলে ধরে নেয়া হয়।

এ বিভাগের আরো খবর