বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখল বিশ্ববাসী

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৬ মে, ২০২১ ১৯:১৭

অন্যান্য চন্দ্রগ্রহণের তুলনায় বুধবারের চন্দ্রগ্রহণটি বিভিন্ন কারণে একটি দুর্লভ মহাজাগতিক ঘটনা হয়ে থাকল। কারণ এদিন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের পাশাপাশি দেখা গেছে সুপারমুন ইক্লিপস এবং রেড ব্লাড মুন।

চলতি বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখল উত্তর ও দক্ষিণ আমেরিকা, এশিয়া, অস্ট্রেলিয়া, অ্যান্টার্টিকা, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং ভারত মহাসাগরীয় অঞ্চলের বাসিন্দারা।

বুধবারের এই চাঁদ পুরোপুরি লাল হয়ে দেখা দেয়, যাকে বলা হয় ‘সুপার মুন’ বা ‘ব্লাড মুন’।

অন্যান্য চন্দ্রগ্রহণের তুলনায় বুধবারের চন্দ্রগ্রহণটি বিভিন্ন কারণে একটি দুর্লভ মহাজাগতিক ঘটনা হয়ে থাকল। কারণ এদিন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের পাশাপাশি দেখা গেছে সুপারমুন ইক্লিপস এবং রেড ব্লাড মুন। তবে বিশ্বের কিছু অংশের মানুষ আংশিক গ্রহণও দেখতে পান।

এর আগে ২০১৯ সালের ২১ জানুয়ারি টোটাল লুনার ইক্লিপস (পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ) দেখা গিয়েছিল। তার দুই বছর পর ফের দেখা যায় এ ধরনের চন্দ্রগ্রহণ।

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কখন হয়?

যখন চাঁদ, পৃথিবী এবং সূর্য এক সরলরেখায় অবস্থান করে। এ সময় সূর্যরশ্মি চাঁদে পৌঁছতে বাধা দেয় পৃথিবী। আর তখনই ঘটে চন্দ্রগ্রহণ।

এই সময় চাঁদ ও সূর্যের মাঝখানে অবস্থান করে পৃথিবী। ফলে সঠিকভাবে সূর্যরশ্মি চাঁদে না পৌঁছনোর কারণে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় চন্দ্রপৃষ্ঠ। এই চন্দ্রগ্রহণের সময়েই অনেক ক্ষেত্রে চাঁদের রঙে লালচে আভা দেখা যায়। তখন এই চাঁদকে বলা হয় ‘ব্লাড মুন’।

জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, বুধবারের এই চন্দ্রগ্রহণের সময় চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করে। ফলে দেখতে বেশ কিছুটা বড় মনে হয় চাঁদকে। তাই এই ঘটনাকে বলা হচ্ছে ‘ব্লাড সুপার মুন ইক্লিপস’।

ভারতের সংবাদমাধ্যমে বলা হয়েছে, দেশটিতে বেলা ৩টা ১৫ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হয়ে চলে সন্ধ্যা ৬টা ২৩ মিনিট পর্যন্ত। তবে গ্রহণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় ৪টা ৩৯ মিনিট থেকে ৪টা ৫৮ মিনিট পর্যন্ত। জ্যোতির্বিজ্ঞানীরা বলেন, উপচ্ছায়ার মতো চন্দ্রগ্রহণ দেখা যায় ভারতে। তারা আরও জানিয়েছেন, বুধবার যে চাঁদ দেখা যায়, চলতি বছরে সেটাই সবচেয়ে বড় চাঁদ।

বাংলাদেশের সংবাদমাধ্যমে বলা হয়েছে, চন্দ্রগ্রহণটি ঢাকায় সন্ধ্যা পৌনে ৭টায় শুরু হয়ে শেষ হয় ৭টা ৫০ মিনিটে।

এ বিভাগের আরো খবর