বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দৈত্যাকৃতির মাছের বয়স ১০০ বছর

  •    
  • ৮ মে, ২০২১ ১২:৫২

ইউএস ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিসের তথ্য অনুযায়ী, একেকটি পুরুষ স্টার্জন ৫০ থেকে ৬০ বছর পর্যন্ত বাঁচতে পারে। কিন্তু স্ত্রী স্টার্জনের গড় আয়ু ১৫০ বছর পর্যন্ত হতে পারে।

যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট নদীতে সন্ধান মিলেছে প্রাপ্তবয়স্ক মানুষের চেয়েও বড় আকৃতির একটি মাছ। ধারণা করা হচ্ছে, বিশাল আকৃতির মাছটির বয়স ১০০ বছরের বেশি।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, বিজ্ঞানীরা ‘নদীর দৈত্য’ আখ্যা দিয়েছেন শতবর্ষী মাছটিকে। গত এপ্রিলে প্রথম লেক স্টার্জন নামের মাছটিকে দেখেন তারা।

মাছটি লম্বায় ছয় ফুট ১০ ইঞ্চি। এর ওজন ২৪০ পাউন্ড।

মৎস্যবিজ্ঞানীদের দাবি, যুক্তরাষ্ট্রের বিভিন্ন নদী ও হ্রদে এ পর্যন্ত যত স্টার্জন মাছ ধরা পড়েছে, এর মধ্যে সবচেয়ে বড় এটি।

এর উচ্চতা ও ঘেরের পরিধি দেখে এটি স্ত্রী মাছ ও শতবর্ষী বলে ধারণা করছেন তারা।

অ্যাল্পেনা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন অফিস ফেসবুকে দেয়া পোস্টে লিখেছে, ১৯২০ সালের আগে বা পরে কোনো একসময়ে ফোটা ডিম থেকে জন্ম নিয়েছে মাছটি।

উত্তর আমেরিকার হাডসন বে থেকে মিসিসিপি হয়ে বয়ে আসা মিঠাপানির মাছ হিসেবে পরিচিত লেক স্টার্জন। ধীরগতির এ মাছটি নদী ও হ্রদের গভীরে বালি বা নুড়িতে বাসা বাঁধে।

ডিম ছাড়ার মৌসুমে পানির উপরের দিকে উঠে আসে এ প্রজাতির মাছ।

ইউএস ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিসের তথ্য অনুযায়ী, একেকটি পুরুষ স্টার্জন ৫০ থেকে ৬০ বছর পর্যন্ত বাঁচতে পারে। কিন্তু স্ত্রী স্টার্জনের গড় আয়ু ১৫০ বছর পর্যন্ত হতে পারে।

যুক্তরাষ্ট্রে মিঠা পানির এ মাছ বিপন্নপ্রায় প্রজাতির জলজ প্রাণী হিসেবে তালিকাভুক্ত। দেশটির প্রায় ২০টি রাজ্যে দেখা যায় এ মাছ। অতিরিক্ত মাছ শিকার আর বসতি হারানোর ফলে দিন দিন কমছে এর সংখ্যা।

এপ্রিলে মাছটিকে ধরা হয়। পরে তথ্য সংগ্রহের পর একে পানিতে ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে ইউএস ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিস।

এ বিভাগের আরো খবর