এবার শ্রীলঙ্কায় শনাক্ত হলো বাতাসের মাধ্যমে সংক্রমণযোগ্য এবং উচ্চ মাত্রায় সংক্রামক নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস।
রিপাবলিক ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়, শ্রীলঙ্কায় এতো দিন ধরে করোনাভাইরাসের যতোগুলা ধরন আবিষ্কৃত হয়েছে, ঝুঁকির দিক থেকে সবগুলোকেই ছাড়িয়ে গেছে নতুন ধরনটি।
ইউনিভার্সিট অফ শ্রী জয়াবর্ধনাপুরার ইম্যুনলোজি ও মলিকিউলার মেডিসিন বিভাগের অধ্যাপক নীলিকা মালাভিজে নিশ্চিত করেছেন এ তথ্য।
শ্রীলঙ্কার তথ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মহামারির প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে করোনার যতো ধরন দেশটিতে শনাক্ত হয়েছে, নতুন ধরনটি সে সবগুলোর চেয়ে একেবারেই অন্যরকম।
মালভিজে বলেন, নতুন ধরনটি প্রায় এক ঘণ্টা বাতাসে ভেসে থাকতে সক্ষম। আর এ সময়ের মধ্যেই খুব দ্রুত স্থানান্তরিত হতে পারে এটি। ফলে এর সংক্রমণ হারও অনেক বেশি।
এক ব্যক্তি থেকে ভাইরাসটি কমপক্ষে পাঁচ বা ছয়জনকে আক্রান্ত করতে সক্ষম বলেও উল্লেখ করেন শ্রীলঙ্কান এই স্বাস্থ্যবিদ।
সংক্রমণ এড়াতে মাস্ক পরা ও অন্যান্য স্বাস্থ্যবিধি অনুসরণ করার কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন মালভিজে।
শ্রীলঙ্কায় সিংহলী বর্ষপঞ্জি অনুসারে নতুন বছর উদযাপনের পর নতুন ধরনের করোনাভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়েছে বলে উদ্বেগ জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আর তরুণরা বেশি আক্রান্ত হচ্ছেন এতে।
এ অবস্থায় ভাইরাসের বিস্তার রোধে নতুন স্বাস্থ্যবিধি জারি করেছে লঙ্কান স্বাস্থ্য বিভাগ।
ভাইরাসটি কতোটা ছড়িয়েছে, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে তা নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন শ্রীলঙ্কার জনস্বাস্থ্য পরিদর্শক উপইল রোহানা।
বিশ্বের বিভিন্ন দেশের মতো সম্প্রতি শ্রীলঙ্কাতেও করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে। দেশটিতে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে সাত শতাধিক মানুষের।
দিনে ৬০০ জনের বেশি মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হচ্ছে দেশটিতে।