বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বস্তু থেকে ছড়ায় না করোনাভাইরাস, সিডিসির ইউটার্ন

  •    
  • ১৩ এপ্রিল, ২০২১ ১৭:৩৮

সিডিসির পরিচালক ড. রশেল ওয়েলেনস্কি ব্রিফিংয়ে বলেন, ‘মানুষ এখনও বিভিন্ন বস্তুর পৃষ্ঠতল পরিচ্ছন্ন রাখার উপর মনোযোগ দিচ্ছেন। তবে বস্তুকে স্পর্শের মাধ্যমে কেউ ভাইরাস সংক্রমিত হয়েছেন এমন কোনো প্রমাণ চূড়ান্তভাবে পাওয়া যায়নি।’

কোভিড ১৯ এর জন্য দায়ী করোনাভাইরাস কোনো বস্তুর পৃষ্ঠতলে পড়ার পর দীর্ঘ সময় টিকে থাকে এবং সেই বস্তু স্পর্শ করলে মানুষও সংক্রমিত হতে পারে, এমন ধারণা দীর্ঘদিন ধরে বলছেন অনেক গবেষক।

আর এ কারণে গত এক বছরেরও বেশি সময় ধরে যে কোনো বস্তু স্পর্শের ক্ষেত্রে সতর্কতার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সেই সঙ্গে দরজার হাতল থেকে শুরু করে প্রতিটি বস্তু নিয়মিত রাসায়নিক জীবাণুনাশক দিয়ে পরিষ্কারের পরামর্শও দেয়া হচ্ছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় জনস্বাস্থ্য সংস্থা সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনও (সিডিসি) শুরুতে এমন পরামর্শ দিচ্ছিল। তবে সম্প্রতি প্রতিষ্ঠানের হালনাগাদ করা ‘সারফেস ক্লিনিং গাইডলাইন’ এ বলা হয়েছে পুরো উল্টো কথা। সিডিসি এখন বলছে, সংক্রমিত কোনো বস্তু স্পর্শের মাধ্যমে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক অনেক কম। ১০ হাজারের মধ্যে একজনেরও কম ব্যক্তি এভাবে করোনা সংক্রমণের ঝুঁকিতে পড়তে পারেন।

সংস্থাটির পরিচালক সোমবার হোয়াইট হাউজে এক ব্রিফিংয়ে তাদের গবেষণা তথ্য প্রকাশ করেন বলে দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে।

ব্রিফিংয়ে সিডিসির পক্ষ থেকে করোনা সংক্রমণের কারণ সংক্রান্ত তথ্যই শুধু প্রকাশ করা হয়নি, একই সঙ্গে করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে নতুন নির্দেশনাও দেয়া হয়েছে।

সিডিসির পরিচালক ড. রশেল ওয়েলেনস্কি ব্রিফিংয়ে বলেন, ‘মানুষ এখনও বিভিন্ন বস্তুর পৃষ্ঠতল পরিচ্ছন্ন রাখার উপর মনোযোগ দিচ্ছেন। তবে বস্তুকে স্পর্শের মাধ্যমে কেউ ভাইরাস সংক্রমিত হয়েছেন এমন কোনো প্রমাণ চূড়ান্তভাবে পাওয়া যায়নি।’

সিডিসি বলছে, করোনার বিস্তার ঠেকাতে কেবল কয়েকটি ক্ষেত্রে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা দরকার। প্রাত্যহিক জীবনে সাবান ও পানি দিয়ে হাত ধোয়াই যথেষ্ট। বস্তুর উপরিতল পরিচ্ছন্ন রাখতে বিশেষ কোনো রাসায়নিক জীবাণুনাশক ব্যবহারের প্রয়োজন নেই।

সিডিসির নির্দেশনায় বলা হয়েছে, সাবান বা ডিটারজেন্টযুক্ত পানি দিয়ে বস্তুর উপরিতল পরিষ্কার করলে জীবাণুর উপস্থিতি মাত্রা কমে এবং এগুলো কিছু ভাইরাসকে দুর্বল করতে পারে, যা পৃষ্ঠতলে সংক্রমণের ঝুঁকি কমায়। কোনো জায়গায় যদি কেউ করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত না হয়, তাহলে সেখানে প্রতিদিন একবার করে সাবান বা ডিটারজেন্ট দিয়ে স্বাভাবিক পরিচ্ছন্নতাই যথেষ্ট।

বস্তুর উপরিভাগে সার্স-কোভ-২ কতক্ষণ থাকতে পারে

সিডিসি বলছে, কোভিড ১৯ এর জন্য দায়ী, সার্স-কোভ-২ বস্তুর উপরিভাগে কতক্ষণ থাকতে পারে, তা বস্তুর ধরন ও সময়ের ওপর নির্ভর করে। ছিদ্রযুক্ত উপরিভাগে ভাইরাসটি কয়েক মিনিট থেকে কয়েক ঘণ্টা পর্যন্ত থাকতে পারে। অন্যদিকে ছিদ্রহীন উপরিভাগে এটি থাকতে পারে কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত।

সাধারণত ঘরের ভেতরে গ্লাস, স্টিল বা প্লাস্টিক জাতীয় বস্তুর উপরিভাগে করোনাভাইরাস তিন দিনের বেশি থাকে না। ঘরের ভেতরে ও বাইরে বস্তুর উপরিভাগ থেকে সার্স-কোভ-২ সংক্রমণ ঠেকাতে জীবাণুনাশকের নিয়মিত ব্যবহার সহায়তা করে- বৈজ্ঞানিকভাবে এমন কিছু পাওয়া যায়নি।

বস্তুর সংক্রমিত উপরিভাগ নিয়ে সিডিসির আগের অবস্থান কী ছিল

মহামারি শুরুর প্রথম দিকের গবেষণায় বলা হয়েছিল, প্লাস্টিক বা স্টিল জাতীয় বস্তুর উপরিভাগে করোনাভাইরাস অনেকদিন থাকতে পারে। এরই পরিপ্রেক্ষিতে সে সময় সিডিসির পক্ষ থেকে সতর্ক করে বলা হয়, সংক্রমিত বস্তুর উপরিভাগ স্পর্শের পর মুখমণ্ডল, চোখ বা মুখে হাত দিলে করোনা ছড়াতে পারে।

পরে মে মাসের দিকে সংস্থাটি জানায়, করোনা বস্তুর উপরিভাগ থেকে প্রধানত ছড়ায় না। তারপরও যেসব বস্তু ঘন ঘন ধরা হয়, সেসবের উপরিভাগ জীবাণুনাশক দিয়ে মুছে ফেলাই শ্রেয়।

এ বিভাগের আরো খবর