চাঁদে মহাকাশ স্টেশন নির্মাণে চুক্তি করেছে দুই বৈশ্বিক পরাশক্তি চীন ও রাশিয়া।
রুশ স্পেস এজেন্সি রসকসমস জানিয়েছে, চন্দ্রপৃষ্ঠ ও এর কক্ষপথে গবেষণার জন্য চীনের ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে তাদের একটি চুক্তি হয়েছে।
দুই দেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, চাঁদের স্পেস স্টেশনটি অন্য সব দেশ ব্যবহার করতে পারবে।
এতে আরও বলা হয়, ‘দুই দেশ একসঙ্গে পুরো পরিকল্পনা করেছে। এর বাস্তবায়নও হবে যৌথভাবে।’
২০২০ সালের জুলাইয়ে রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থার প্রধান দিমিত্রি রগোজিন জানিয়েছিলেন, তার দেশ ও চীন একসঙ্গে চাঁদে গবেষণা করতে চায়। এ জন্য চাঁদে একটি মহাকাশকেন্দ্র তৈরি করতে চান তারা।
‘মহাকাশ গবেষণার ক্ষেত্রে চীন সম্প্রতি খুবই উন্নতি করেছে। তাই তাদের সঙ্গে হাত মিলিয়ে চললে রাশিয়া লাভবান হবে।’
বিবিসির প্রতিবেদনে জানানো হয়, ২০১৪ থেকেই রাশিয়া ও চীনের সম্পর্কের উষ্ণতা বেড়েছে। ওই বছর ইউক্রেন দখল নেয়ার পর পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক খারাপ হওয়া শুরু করে রাশিয়ার।
চীনের সঙ্গেও নানা কারণে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর সম্পর্কে টানাপোড়েন দেখা গেছে।এমন বাস্তবতায় চীন ও রাশিয়া নিজেদের মধ্যে সহযোগিতার হাত বাড়িয়েছে।
ফ্রান্স এখন মহাকাশ নিয়ে সামরিক মহড়া শুরু করেছে। তাদের সাহায্য করছে যুক্তরাষ্ট্র ও জার্মানি। এর ফলে মহাকাশ নিয়েও উন্নত দেশগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়ছে।