নিজেদের মহাকাশযান মঙ্গল গ্রহের চারদিকে ঘোরার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে চীনের মহাকাশ সংস্থা।
দেশটির উচ্চাভিলাষী মহাকাশ অভিযানের অংশ হিসেবে গ্রহটির কক্ষপথে মহাকাশযান সফলভাবে প্রবেশের দুই দিন পর ফুটেজটি প্রকাশ করা হয়।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া ওই ফুটেজ প্রকাশ করে বলে স্থানীয় সময় শুক্রবার আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।
মঙ্গলের কক্ষপথে বুধবার প্রবেশ করে মহাকাশযান তিয়ানওয়েন-১। ভিডিওতে লাল বর্ণের মঙ্গলের পৃষ্ঠ দেখা যায়।
পাঁচ টন ওজনের তিয়ানওয়েন-১ (যার অর্থ স্বর্গের কাছে প্রশ্ন) মহাকাশযানে একটি অরবিটার, একটি ল্যান্ডার ও একটি সৌরচালিত রোভার রয়েছে। এটি গত বছরের জুলাইয়ে চীনের দক্ষিণাঞ্চল থেকে উড্ডয়ন করে।
মঙ্গল গ্রহে মহাকাশযান পাঠানো চীনের মহাকাশ কর্মসূচির সাম্প্রতিক পদক্ষেপ। এর লক্ষ্য ২০২২ সালের মধ্যে একটি ক্রুসহ স্পেস স্টেশন স্থাপন ও একপর্যায়ে চাঁদে মহাকাশচারী পাঠানো।চীনের প্রতিদ্বন্দ্বী দেশ যুক্তরাষ্ট্র যে সময় মঙ্গল গ্রহে মহাকাশযান পাঠায়, প্রায় একই সময়ে তিয়ানওয়েন-১ মহাকাশে পাঠানো হয়। চলতি বছরের মে মাসে মঙ্গল গ্রহের পৃষ্ঠ স্পর্শ করার কথা মহাকাশযানটির।
১৯৬০ সাল থেকে রাশিয়া, ইউরোপ, জাপান ও ভারত মঙ্গল গ্রহে মহাকাশযান পাঠানো শুরু করে। তবে বেশির ভাগ অভিযানই ব্যর্থ হয়।