বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পাশের জন কী টাইপ করছে, বোঝা যাবে

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৭ ডিসেম্বর, ২০২০ ১৬:১৭

রেকর্ডার থেকে টাইপিস্ট যখন ২০ সেন্টিমিটার দূরে, তখন প্রথম অনুমানে যন্ত্রটি ২৮ শতাংশ থেকে ৪৭ শতাংশ পর্যন্ত নির্ভুল পাঠ দিয়েছে। তবে তৃতীয় অনুমানে এটির নির্ভুল হওয়ার হার বেড়ে গেছে ৬০ শতাংশ থেকে ৭৬ শতাংশ।

প্রাইভেসি বা ব্যক্তিগত গোপনীয়তার কফিনে আরেকটি পেরেক। যুক্তরাজ্যের কেমব্রিজ ইউনিভার্সিটির একদল গবেষক এমন এক মেশিন লার্নিং সিস্টেম তৈরি করেছেন, যা পাশের লোকটি তার টাচস্ক্রিনে কী টাইপ করছে, সেটি বলে দিতে পারবে আপনাকে।

এ কাজে গবেষকরা ব্যবহার করেছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) উপকরণ।

নিউ সায়েন্টিস্ট ম্যাগাজিনের অনলাইন খবরে বলা হয়েছে, কেমব্রিজের ইলিয়া শুমাইলভ ও তার সহকর্মীদের তৈরি করা এ সিস্টেমের কার্যকারিতা পরীক্ষা করে আশাব্যঞ্জক ফল পাওয়া গেছে। একদল স্বেচ্ছাসেবককে বলা হয়েছে, তাদের টাচস্ক্রিন ডিভাইসে পাঁচ-ডিজিটের আইডেন্টিফিকেশন নাম্বার অথবা যে কোনো ইংরেজি শব্দ টাইপ করতে। ভিন্ন একটি ডিভাইসে মাইক্রোফোনযুক্ত অডিও রেকর্ডিং ব্যবস্থা সেগুলো রেকর্ড করেছে।

রেকর্ডার থেকে টাইপিস্ট যখন ২০ সেন্টিমিটার দূরে, তখন প্রথম অনুমানে যন্ত্রটি ২৮ শতাংশ থেকে ৪৭ শতাংশ পর্যন্ত নির্ভুল পাঠ দিয়েছে। তবে তৃতীয় অনুমানে এটির নির্ভুল হওয়ার হার বেড়ে গেছে ৬০ শতাংশ থেকে ৭৬ শতাংশ।

যন্ত্রটি থেকে টাইপিস্ট যত দূরে সরে গেছে, নির্ভুল হওয়ার সম্ভাবনা তত কমেছে।

সিস্টেমটির দক্ষতা দ্রুতই বাড়বে, তাতে সন্দেহ নেই। কারণ, এটায় ব্যবহার হচ্ছে মেশিন লার্নিং প্রযুক্তি। অর্থাৎ এটি ক্রমাগত নিজে শিখে নিয়ে নিজেকে সমৃদ্ধ করবে। কিন্তু এ মুহূর্তে উল্লাসের চেয়ে মানুষকে উদ্বেগেই ফেলছে প্রযুক্তির এ সাফল্য।

ইমপেরিয়াল কলেজ লন্ডনের হামেদ হাদ্দাদি নিউ সায়েন্টিস্ট পত্রিকাকে বলেছেন, এ থেকে এটাই বোঝা গেল যে, সারাক্ষণ ক্যামেরা আর মাইক্রোফোন পরিবেষ্টিত থাকলে এক সময় আমাদের প্রাইভেসি আর নিরাপত্তা জলাঞ্জলি দিতে হবে।

এ বিভাগের আরো খবর