বিপুল উৎসাহ উদ্দীপনা ও জাঁকজমকপূর্ণ পরিবেশে ২৭ জুন গাজীপুরের দি ফরেষ্ট এজ রিসোর্টে ঢাকা কলেজ এলামনাই অ্যাসোসিয়েশন এইচএসসি ৯৬ ব্যাচের নবনির্বাচিত কমিটির অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নব-নির্বাচিত কমিটির সভাপতি ডাক্তার মো. আশরাফুল হাসান মানিক শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং উপদেষ্টা পরিষদের নাম ঘোষনা করেন এবং সাধারণ সম্পাদক মো. ওয়াহিদ আলম তুলিত নির্বাহী কমিটির নাম ঘোষনা করেন। সভাপতি ও সাধারণ সম্পাদক উপদেষ্টা পরিষদের সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করেন এবং উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ সভাপতি ও সাধারণ সম্পাদককে শুভেচ্ছা স্মারক প্রদান করেন।
ঢাকা কলেজ এইচএসসি’৯৬ ব্যাচের এর প্রায় দুই শতাধিক সদস্যবৃন্দ সারাদিন প্রাণবন্ত আড্ডা, পুকুরে এবং সুইমিং পুলে সাঁতার কেটে, ক্রিকেট ম্যাচ খেলে এবং দেশ বরেণ্য শিল্পিদের গান শুনে অনন্য আনন্দ উদযাপন ও উপভোগ করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ওয়াহিদুজ্জামান বুলবুল ও মোজাম্মেল হক রাজু।
এর আগে ৩১ মে শনিবার ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এইচএসসি-৯৬ ব্যাচের প্রথম দ্বি- বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। কলেজের ক্যাম্পাসে অনলাইন ও অফলাইন পদ্ধতিতে আয়োজিত নির্বাচনে সভাপতি পদে ডাক্তার মো. আশরাফুল হাসান মানিক ২৩০ ভোট এবং সাধারণ সম্পাদক পদে মো. ওয়াহিদ আলম ২২৫ ভোট পেয়ে বিজয়ী হন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. কামাল হোসেন তালুকদার জীবন পেয়েছেন ১১ ভোট (সভাপতি পদপ্রার্থী) এবং শাহ ফজলে রাব্বি পেয়েছেন ১৬ ভোট (সাধারণ সম্পাদক পদপ্রার্থী)। মোট ৩৬৬ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেন ২৪৭ জন।