চট্টগ্রামের মীরসরাইয়ে পাকিস্তানের ক্রিকেট জার্সি গায়ে চড়িয়ে জুতা পায়ে শহীদ মিনার ভাঙচুরের অভিযোগে করা মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার কাটাছরা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ২১ বছর বয়সী ওই যুবকের নাম মো. আব্দুর রহিম হৃদয়। জোরারগঞ্জ থানার কাটাছরা ইউনিয়নের বামন সুন্দর এলাকার সাহাব মিয়ার পুত্র তিনি।
তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ওসি আব্দুল্লাহ আল হারুন। তিনি বলেন, ‘স্থানীয় একজন বীর মুক্তিযোদ্ধার সন্তানের কাছে তার বিষয়ে অভিযোগ পেয়ে তৎক্ষণাৎ আমরা তাকে গ্রেপ্তার করেছি। তিনি ঘটনার বিষয়ে স্বীকার করে বলেছেন, আবেগতাড়িত হয়ে তিনি হঠাৎ কাজটি করেছেন।’
এর আগে রোববার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাই দুই মিনিটের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে পাকিস্তানের ক্রিকেট জার্সি পরে স্যান্ডেল পায়ে এক যুবককে শ্রদ্ধাঞ্জলির ফুলের সঙ্গে থাকা গাছ দিয়ে শহীদ মিনারের লাল বৃত্তে ভাঙচুর করতে দেখা যায়। পরবর্তীতে ভিডিও ধারণ করা ব্যক্তি ঘটনার প্রতিবাদ করে এর কারণ জানতে চান। এতে ওই যুবক পাকিস্তানের জার্সি পরার বিষয়ে নানা যুক্ত দেখানোর চেষ্টা করেন।
পরে খোঁজ নিয়ে জানা যায়, ঘটনাটি ঘটেছে জোরারগঞ্জ থানার বামন সুন্দর এফএ উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে। ১৬ ডিসেম্বর স্থানীয়রা শ্রদ্ধাঞ্জলি শেষে চলে গেলে শহীদ মিনারে ভাঙচুর চালান ওই যুবক।