বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৪৫ হাজার টাকার জন্য বন্ধ ক্যানসারের চিকিৎসা

  • রংপুর থেকে নাগরিক সাংবাদিক জাকির হোসেন তমাল   
  • ২৯ মার্চ, ২০২২ ২০:৪৮

শাহাবুলের শ্যালক মিজানুর রহমান জানান, তাকে ছয়টি থেরাপি দিতে বলেছেন চিকিৎসক। ২১ দিন পরপর একটি করে থেরাপি দিতে বলা হয়েছে। এর মধ্যে তিনটা থেরাপি দেওয়া হয়েছে। প্রতিটি থেরাপি দিতে অন্তত ১৫ হাজার টাকা খরচ হচ্ছে। এই টাকা সংগ্রহ করা কোনোভাবেই শাহাবুলের পক্ষে সম্ভব নয়। তাই স্থানীয় অনেকের কাছ থেকে সহায়তা নিয়ে চলছে তার চিকিৎসা।

রংপুর জেলার মিঠাপুকুরের বাসিন্দা শাহাবুল। অন্যের জমিতে কৃষিকাজ করেন। তার স্বল্প আয়ে চলে তিনজন সদস্যের সংসার।

চলতি বছরের জানুয়ারিতে ক্যানসার ধরা পড়ে তার। বিভাগীয় শহরের একটি বেসরকারি হাসপাতালে স্বপন কুমার নাথের কাছে চিকিৎসা চলছে তার।

চিকিৎসক জানিয়েছেন, শাহাবুলের দাঁতের মাড়িতে ক্যানসার ধরা পড়েছে। সেটি এখন প্রথমিক পর্যায়ে রয়েছে। ভালো চিকিৎসা হলে আশা করা যায় তিনি সুস্থ হয়ে উঠবেন।

শাহাবুলের শ্যালক মিজানুর রহমান জানান, তাকে ছয়টি থেরাপি দিতে বলেছেন চিকিৎসক। ২১ দিন পরপর একটি করে থেরাপি দিতে বলা হয়েছে। এর মধ্যে তিনটা থেরাপি দেওয়া হয়েছে। প্রতিটি থেরাপি দিতে অন্তত ১৫ হাজার টাকা খরচ হচ্ছে। এই টাকা সংগ্রহ করা কোনোভাবেই শাহাবুলের পক্ষে সম্ভব নয়। তাই স্থানীয় অনেকের কাছ থেকে সহায়তা নিয়ে চলছে তার চিকিৎসা।

তিনি আরও জানান, এখন টাকার অভাবে শাহাবুলের চিকিৎসা বন্ধ রয়েছে। তাই হৃদয়বান মানুষের কাছে অর্থ সহায়তা চেয়েছেন শাহাবুল।

যোগাযোগ ও সহায়তা পাঠানোর ঠিকানা

*০১৭২৮৩১৮৪৮১ (বিকাশ পারসোনাল)

*অ্যাকাউন্ট নম্বর: ১০৮৩৪৮৮৫২১৪৫০ (ব্যাংক এশিয়া, হিসাবধারী মো. মিজানুর রহমান)।

*অ্যাকউন্ট নম্বর: ৬১৬৯ (রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, হিসাবধারী মো. মিজানুর রহমান)

এ বিভাগের আরো খবর